Summary
									Book Details
							Summary
					লেখক ও পাঠকের মধ্যে অদৃশ্য যোগসুত্র আছে। একথা পুরাতন। কিন্তু এই নৈপথ্য সম্পর্ক আমি খানিকটা পরোক্ষ করতে চাই দাবী-দাওয়ার ব্যাপারে। পাঠক অনেক সময় দাবী জানান, আর সেই কাজটা বহুলাংশে সমালোচক করে থাকেন পাঠকের পক্ষ থেকে- যেহেতু সমালোচক আবার পাঠক গোষ্ঠীতেও পড়েন। লেখকরা সাধারণতঃ এই ব্যাপারে পালন করেন চিরাচরিত শুদ্ধতা। যদিও তাদের দাবী থাকে, আর তা অস্বাভাবিক কিছু নয়।
…এককালে আলেফলায়লার দ্বাদশ খণ্ড এবং কেতাবুল আঘানীর বিষয় স্তুপের মধ্যে ডুবেছিলাম। তখনই এই কাহিনী রচনার ইচ্ছা জেগেছিল। উপন্যাস কাহিনী, ইতিহাস নয়। পাঠক তা যেন ভুলে না যান।… 
শওকত ওসমান
Book Details
					ক্রীতদাসের হাসি
শওকত ওসমান 
প্রকাশক : আবদুল বারি
এ. বি. পাবলিকেশন, ১৪ জিন্নাহ এভিনিউ, ঢাকা-২
পূর্বপাকিস্তান
প্রকাশকাল : দ্বিতীয় মূদ্রণ : সেপ্টেম্বর ১৯৬৩
মূল্য : চার টাকা পঞ্চাশ পয়সা
প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	