Summary
									Book Details
							Summary
					১৯৩৪-৩৬ সালে চীনের শ্রমিক ও কৃষকদের লালফৌজ চীনের কমিউনিস্ট পার্টি ও চেয়ারম্যান মাও-সেতুঙের নেতৃত্বে ইতিহাসে অভূতপূর্ব যে দুঃসাহসিক দীর্ঘ অভিযানে ব্রতী হয়েছিলো, তার নাম লংমার্চ। এই অভিযানে পায়ে হেঁটে ২৫০০০ লি. (১২৫০০ কিলোমিটার) পথ অতিক্রম করা হয়েছিলো। 
পথে ছিলো পৃথিবীর সবচেয়ে দুর্লংঘ্য মাল-ভূমি, পাহাড় ও দূরঅতিক্রম্য নদী- পদে পদে ছিলো শত্রুর অবরোধ, আক্রমণ আর প্রাকৃতিক বাধা বিপর্যয়। তবুও লংমার্চের সমাপ্তি হয়েছিলো বিজয়ের মধ্য দিয়েই।
চেন চ্যাং ফেং ছিলেন চেয়ারম্যান মাও-এর আর্দালী এবং পরে দেহরক্ষী। তিনি তার জীবনের স্মৃতিচারণে এই লেখাটি প্রকাশ করেছেন।…
Book Details
					চেয়ানম্যান মাও-এর সঙ্গে লংমার্চে
চেন চ্যাং ফেং
প্রকাশক : এম. আবদুল হক
প্রকাশ ভবন, ৫ বাংলাবাজার, ঢাকা-১
প্রথম প্রকাশ : অক্টোবর ১৯৭৩
দাম : দুই টাকা
মূদ্রণ : উষা প্রিন্টার্স
প্রচ্ছদ : বিজয় সেন
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	