অবিকৃত ইতিহাস
মহান ভাষা আন্দোলনের ৩৩তম বার্ষিকীতে আমরা দু’জন ‘বাহান্নর ভাষা আন্দোলন’ নামে এই বইখানা সম্পাদনা করতে পেরে গর্ব অনুভব করছি। এমন এক সময় এই বই প্রকাশিত হল যখন ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কিতবিষাদি লিপিবদ্ধ করার সময় বেশ কিচু বিচ্যুতি পরিলক্ষিত হচ্ছে। এর পিছনে মোটামুটিভাবে দুটো কারণ বিদ্যমান। প্রথমত: যাঁরা এ পর্যন্ত এ ধরনের বই বিংবা প্রতিবেদন ও প্রবন্ধ ইত্যাদি লিখেছেন কা লিখছেন তাঁদের অধিকাংশই কোনও না কোনও রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী এবং সেই কারণে সংগতভাবেই তাঁদের লেখায় রিপেক্ষতার বদলে অনেক সময়েই দলীয় দৃষ্টিভঙ্গীটাই প্রধান হয়ে ওঠে। যার ফলে প্রকৃত ইতিহাস হয়ে পড়ে গৌণ। দ্বিতীয়ত: আর এক ধরনের লেখক রয়েছে, যাঁরা ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন না। এঁদের আন্তরিকতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেও বলা যায় যে, স্বাভাবিকভাবেই এদের লেখনীতে ভাষা আন্দোলনের অবিকৃত ইতিহাস পাওয়া সম্ভব নয়।
বাহান্নর ভাষা আন্দোলন
সম্পাদনা : গাজীউল হক
এম আর আখতার মুকুল
প্রথম মুদ্রণ : ফাল্গুন, ১৩৯১
প্রকাশক : হাক্কানী পাবলিশার্স
১৪১ ঢাকা ষ্টেডিয়াম, রমনা, ঢাকা
মূল্য : ৪০ টাকা, ২০ রূপী ভারতে, ৬ মার্কিন ডলার