Summary
									Book Details
							Summary
					সতীনাশার থান।
যেখানে আলো সেইখানে ছায়া। আলো বিনা ছায়া নাই, ছায়া বিনা আলো নাই। পুন্যস্থানের আলোক-ধাঁধার গভীরে ডুব দেও, ছায়া খোঁজ। পাবে। পুন্যের প্রবাহ যত জোরালো, ছায়ার ধারাটি ততখানি প্রবল দেখবে। সমুদ্র মন্থনে আগে অমৃত পরে বিষ উঠেছিলো। কিন্তু আগে বিষ পরে অমৃত উঠার নজির নেই কী?ছায়া থেকে আলোয় যাত্রার নজির নেই?
অনেক আছে।
কুরুক্ষেত্রে এখন আর রক্তের গন্ধ পাবে না, ধর্মের গন্ধ পাবে।…
Book Details
					অগ্নিমিতা
আশুতোষ মুখপাধ্যায় 
প্রকাশক : এম. এ. চৌধুরী
৩৪ নং মনির হোসেন লেন, ঢাকা-১
প্রকাশকাল : পাকিস্তান আমল
(কেবলমাত্র পকিস্তানে বিক্রয় ও বিতরণের জন্য)
প্রচ্ছদ : নিতাই সাহা
মূদ্রণ : সফিউদ্দিন খান, প্যারাগন প্রিন্টার্স, ২৬ কুমারটুলী লেন, ঢাকা
মূল্য : চার টাকা পঞ্চাশ পয়সা
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	