দুর্ভিক্ষ আসন্ন
‘অবধার্য বিপর্যয় রাশিয়ার উপর উদ্যত। রেল পরিবহন অসম্ভব রকমের স্থলিত ও আরো স্থলিত হয়ে পড়ছে। অচল হয়ে পড়বে রেল পথ। বন্ধ হয়ে যাবে কলকারখানায় কাঁচামাল ও কয়লার আমদানি। বন্ধ হয়ে যাবে শস্যের চালান। পুঁজিপতিরা ইচ্ছা করে ক্রমাগত উৎপাদন সাবোতাজ করছে (নষ্ট করছে, থামিয়ে দিচ্ছে, নড়বড়ে করে দিচ্ছে, আটকে রাখচ্ছে), আশা করা যাচ্ছে যে অভূতপূর্ব বিপর্যয়টা প্রজাতন্ত্র ও গণতান্ত্রিকতা, সোভিয়েত এবং সাধারণভাবে প্রলেতারীয় ও কৃষক-ইউনিয়নগুলি ধুলিসাৎ হবে, তাতে রাজতন্ত্রের প্রত্যাবর্তন এবং বুর্জোয়া ও জমিদারদের সর্বশক্তিমত্তার পুনঃপ্রতিষ্ঠায় সাহায্য হবে’।…
…বিপ্লবের আধ বছর কাটল। বিপর্যয় এগিয়ে আসছে আরো কাছে। দেখা দিয়েছে গণ-বেকারি। ভেবে দেখুন একবার, যে দেশটায় মাল নাই, যথেষ্ট পরিমাণ শস্য ও কাঁচামাল থাকা সত্ত্বেও যে দেশটা মরছে খাদ্য দ্রব্যের ঘাটতিতে, মজুরের ঘাটতিতে- সেই দেশে এরকম একটা সংকট মুহূর্তে উঠছে কিনা গণ-বেকারি!…
-ভ. ই. লেনিন
উদ্যত বিপর্যয় ও প্রতিকারের পথ
ভ. ই. লেনিন
প্রকাশনা : প্রগতি প্রকাশন, মস্কো
প্রকাশকাল : ১৯৬৬
২১ জুবোভস্কি বুলভার, মস্কো
সোভিয়েত ইউনিয়ন
মূল্য : বইয়ে মূল্য উল্লেখ নাই