সম্পাদকীয়
নানা প্রতিকূলতার মধ্যে নভেম্বর-ডিসেম্বর সংখ্যা পরিচয় বেরল কিছুটা দেরিতে। এই সংখ্যাটি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, ঠিক যেমনটি দুনিয়াজোড়া বামপন্থী মানুষের কাছে নভেম্বর মাসের ঐতিহাসিক অনুষঙ্গ। এ-কথাটি আরেকবার জোর দিয়ে বলার প্রয়োজন আছে বৰ্তমান কূট- কোলাহলের মধ্যে দাড়িয়ে।
পরিচয়, তার সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় সময়ের ডাকে সাড়া দিয়েছে
তবে আমরা ক্ষমাপ্রার্থী একটি অবাঞ্ছিত ভুলের জন্য। ‘দেশাত্তরের কবিতা’ অংশটি শুরু হওয়ার কথা মায়াকোভস্কির কবিতায়। বিমলচন্দ্র ঘোষের কবিতাটি বাংলা কবিতা—প্রথম পর্ব অংশে যাওয়ার কথা। মুদ্রণপ্রমাদ ঘটেছে।
তাছাড়৷ আগাম যে কথাটি জানাবার, পরিচয়-এর পরবর্তী সংখ্যায় ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা প্রয়াত কমরেড বিশ্বনাথ মুখোপাধ্যায় স্মরণে বিশেষ রচনা প্রকাশিত হবে।
পরিচয়
নভেম্বর বিপ্লব লেনিন
সংখ্যা
৬০ বর্ষ, ২-৩ সংখ্যা, নভেম্বর-ডিসেম্বর ১৯৯১
কার্তিক-অগ্রহায়ন ১৩৯৮
সম্পাদক : অমিতাভ দাশগুপ্ত
প্রধান কর্মাধ্যক্ষ : রঞ্জন ধর
উপদেশকমণ্ডলী : গোপাল হালদার, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অরুণ মিত্র, মনীন্দ্র রায়, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, গোলাম কুদ্দুস।
সম্পাদনা দপ্তর : ৮৯ মহাত্ম৷ গান্ধি রোড, কলিকাতা-৭
দাম : দশ টাকা
রঞ্জন ধর কর্তৃক বাণীরূপা প্রেস, ৯-এ মনোমোহন বোস স্ট্রিট, কলকাতা-৬ থেকে মুদ্রিত ও ব্যবস্থাপনা দপ্তর ৩০/৬, ঝাউতলা রোড, কলকাতা-১৭ থেকে প্রকাশিত।