Summary
									Book Details
							Summary
					বিমুখ প্রান্তর
মরা মাঠ ফুঁড়ে ওঠে জীবনের কায়া
লাল ত্বকে সবুজাভ ক্ষীণ তরু
হলুদ বসন্ত ওরে দেখা দিবি নাকি এই
বিমুখ প্রান্তর
বৈকালিক ছায়া যেন
দূর প্রসারিত স্বপ্ন,
মখমলে মন্থর উল্লাস।
ছড়িয়ে ব্যাকুল অবাসান যেন
সন্ধ্যার সুনামে আসে অজানিত রাত্রি,
আজানে কম্পিত কান্না;
প্রবাসে প্রসন্না
অথচ সন্তানে রুিচ নেই এই
মগ্না চরাচর…
Book Details
					বিমুখ প্রান্তর
হাসান হাফিজুর রহমান
প্রকাশন : জিনাত আরা বেগম
পারাবত প্রকাশনী
১১৫ হাজী ওসমান গনী রোড়, ঢাকা-২
প্রথম প্রকাশ : ৬ই আষাঢ় ১৩৭০
প্রচ্ছদ : মুর্তজা বশীর
মূদ্রণ : এ. এইচ. এম. আবদুল কাদের
ওয়ার্ড প্রিন্টার্স, ৩ প্যারী দাস রোড়, ঢাকা-১
দাম : তিন টাকা
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	