আর্কিমিডিস
“ইউরেকা! ইউরেকা! অর্থাৎ- পেয়েছি! পেয়েছি!” বলে চিৎকার করে একজন লোক ছুটে চলেছেন। কোন দিকে তাঁর খেয়াল নেই। কি আশ্চর্য! নগ্ন দেহেই তিনি ছুটে চলেছেন। তবে, লোকটা কি পাগল? স্তম্ভিত হয়ে গেছে আশে-পাশের লোকজন। থমকে দাঁড়ালো পথযাত্রীরা! রাজপথ দিয়ে গরু-ঘোড়া-গাড়ী কোন কিছুই আর চলছে না। ছিল সে সেখানেই অবাক বিস্ময়ে দাঁড়িয়ে রইলো! কারও মুখে কোন কথা নেই। কিছুক্ষণ পরে, মৃদু গুঞ্জনধ্বনি উঠলো। এই লোক? ভেজা নগ্ন গায়ে কে এমন উন্মাদের মত অনেকেই জটলা করছে। একই প্রশ্ন সবার মুখে। পর কে যেন কানে কানে লোকটির নাম বলে গেল। আর্কিমিডিস! এত বড় নামডাক যার— একি কাণ্ড করলো সে! অন্য কেউ কেউ বললো– কে
ছুটে চলে গেল?
লোকটি কে? তার- শুনে ত’ সবাই অবাক…
নতুন বিশ্ব গড়লো যাঁরা
শামসুজ্জামান লোহানী
বাংলা একাডেমী, ঢাকা
প্রথম প্রকাশ : আষাঢ়, ১৩৮৮ [জুন, ১৯৮১]
প্রকাশনায় : আল-কামাল আবদুল ওহাব
পরিচালক, প্রকাশন-বিক্রয় বিভাগ, বাংলা একাডেমী, ঢাকা
মুদ্রণে : মানিক লাল শর্মা
মনোরম মুদ্রায়ণ, ২৪, শ্রীশ দাস লেন, ঢাকা-১
মূল্য : পনের টাকা