আজকাল বাঙালী ভাষা আমাদের মত মূর্তিমান্ কবিদলের অনেকেরই উপজীব্য হয়েচে, বেওয়ারিস লুচির ময়দা বা তইরি কাদা পেলে যেমন নিষ্কর্ম৷ ছেলেমাত্রেই একটা না একটা পুতুল তইরি করে খ্যালা করে, তেমনি বেওয়ারিস বাঙালী ভাষাতে অনেকে যা মনে যায় কচ্চেন; যদি এর কেও ওয়ারিসান্ থাকতো, তা হলে ইস্কুলবয় ও আমাদের মত গাধাদের দ্বারা নাস্তা-নাবুদ হতে পেত না- তা হলে হয়তো এত দিন কত গ্রন্থকার ফাঁসি যেতেন, কেউ বা কয়েদ থাকতেন, সুতরাং এই নজিরেই আমাদের বাঙালী ভাষা দখল করা হয় ৷ কিন্তু এমন নতুন জিনিস নাই যে আমরা তাতেই লাগি- সকলেই সকল রকম নিয়ে জুড়ে বসেচেন…
হুতোম প্যাঁচার নক্শা
কালীপ্রসন্ন সিংহ
“ভারতে বিক্রয়ের জন্য নয়”
প্রকাশনা : ঝিনুক পুস্তিকা
৩/১৩, লিয়াকত এভিন্যু, ঢাকা-১
প্রকাশক : ঝিনুক পুস্তিকার পক্ষে রুহুল আমিন নিজামী কর্তৃক ৩/১৩, লিয়াকত এভিন্যু, ঢাকা-১ থেকে প্রকাশিত।
মুদ্রণ : জাতীয় মুদ্রণ ১০৯, হৃষিকেশ দাস রোড, ঢাকা–১ মহীউদ্দীন আহমদ কর্তৃক মুদ্রিত৷
মূল্য : দুই টাকা পঞ্চাশ পয়সা