জনপূর্ণ পৃথিবীতে জনতাই স্বাভাবিক। মানুষের মধ্যে সমাজ- গঠনের প্রবৃত্তি স্বাভাবিক হইলেও অনেকগুলি মানুষ মিলিয়া একসঙ্গে জমাট বাঁধিবার আর নিশ্বাস, গায়ের গন্ধ, সংক্রামক রোগ, কড়া কথা, এই সব আদান-প্রদান করিবার সাধ মানুষের কেন থাকিবে, সে কথাটা যারা ঘরের কোণায় বসিয়া ছাপান কাগজের পাতা হইতে দু’চোখ দিয়া জ্ঞান শুষিয়া শুষিয়া হয় মানবতত্ত্ববিদ্, তাদের বিবেচ্য। পিঁপড়াও ভিড় জমায়, কেবল গুড়ের চারিদিকে নয়, সকলে মিলিয়া সকলের চেষ্টায় যাতে সকলে বাঁচিতে পারে, সেইজন্য। পাখা ওঠার পর একা একা পাখায় ভর দিয়া পিঁপড়া তাই স্বর্গে যায়।…
অমৃতস্যঃ পুত্রাঃ
(উপন্যাস)
মানিক বন্দ্যোপাধ্যায়
বিশ্বাস পাবলিশিং হাউস
৫/১ এ কলেজ রো, কলিকাতা-৯
প্যাপিরাস বুক্স এণ্ড নিউজ, ১৪-বি, ষ্টেডিয়াম, ঢাকা-২
প্রকাশক : বীরেন্দ্রনাথ বিশ্বাস
৫/ ১ এ, কলেজ রো কলিকাতা-৯
(বি) প্রথম মুদ্রণ : বৈশাখ, ১৩৭০
প্রচ্ছদ : শচীন্দ্রনাথ বিশ্বাস
মূল্য : দু’ টাকা পঞ্চাশ নয়া পয়সা
মুদ্রাকর : শ্রীবলদেব রায়, দি নিউ কমলা প্রেস
৫৭/২ কেশবচন্দ্র সেন ষ্ট্রীট, কলিকাতা-৯