Summary
Book Details
Summary
৷৷ নজরুল ইসলাম-কে ৷৷
এই বই হাতে পেয়ে একথা ভেবোনা বন্ধু সহসা সুযোগ পেয়ে কটুকথা বলেছি অনেক; নিকষে সোনার রেখা দেখিবার ইচ্ছা ছিলো, তাইতো লিখেছি কথা রূঢ়তায় হয়তো পীড়িত। চোখের দৃষ্টির মতো ঘন কালো মেঘে মেঘে বিদ্যুৎ নিশ্চয় আছে এই ধারণায় বজ্রের সহায় চাই, বৃষ্টির আবেশ চাই ; হয়তোবা সর্বনাশ কামনা করেছি।
এই কথা মনে রেখো তোমারে দেখিতে যেয়ে ঘাসের সবুজে আমি আকাশের নীলকে দেখেছি ৷
ঢাকা
সৈ. আ. আ.
১৬ই এপ্রিল, ১৯৫৪
Book Details
নজরুল ইসলাম
সৈয়দ আলী আসান
প্রকাশক : মোহাম্মদ কাসেম
মখদুমী অ্যাণ্ড আহসানউল্লা লাইব্রেরী, বাবুবাজার, ঢাকা
শিল্পী : কামরুল হাসান
প্রথম প্রকাশ : জ্যৈষ্ঠ, তের’শ একষট্টি
মুদ্রাকর : মডার্ণ প্রিন্টিং প্রেস (১.১৫ ফর্মা)
মৌলবী বাজার, ঢাকা
অবশিষ্ট অংশ : ১।১ ভিতর বাড়ী লেন, ঢাকা ইকবাল প্রিন্টিং হাউস-এর পক্ষে মোহাম্মদ আলাউদ্দীন
দাম : পাঁচ টাকা