আমি আমার প্রথম কবিতা লিখি, প্রায় চল্লিশ বছর আগে। তখন আমি ছাত্র এবং পড়াশোনাতেও রীতিমতো ছিল আমার আগ্রহ। নিজেকে কবি হিসাবে দেখবার কোন বড় রকমের ধারণা আমার ছিল না (আজও নেই), কিন্তু আমার ধারণা ছিল যে আমি গভীর ভাবে প্রেমে পড়েছি। প্রেমে পড়েছিলাম কিনা, সে কথাটা গুরুত্বপূর্ণ ছিল না। গুরুত্বপূর্ণ ছিল শুধু একটাই যে, আমার এই আবেগ চারপাশের সবকিছুর হাবভাবকে বদলে দিয়েছিল। গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়া সকালের রোদ, সরষে ক্ষেতের হলুদ রং, শিমুল গাছের তলা দিয়ে যেতে যেতে হঠাৎ দুপুরের গরম হাওয়ার ঠাণ্ডা হয়ে যাওয়া, আমার শহরের সরু গলিগুলিতে মাঝে মাঝে জমে থাকা তরল জ্যোৎস্না — এই সবই নতুনভাবে অর্থবহ হয়ে উঠেছিল। তারপর হঠাৎ এই সব কিছু নিয়ে লিখতে ইচ্ছা হলো ; যে অনুভূতিগুলি এই পরিবর্তন নিয়ে এলো তাদের বেদনা আর আনন্দ নিয়ে লিখতে ইচ্ছা হলো।
ফয়েজ আহমদ ফয়েজের কবিতা
অনুবাদ : রণেশ দাশগুপ্ত 
প্রকাশনাঃ এম, আবদুল হক
প্রকাশ ভবন, ৫ বাংলা বাজার, ঢাকা- ১
মুদ্রণ : আবদুর রহমান খান
বর্ণ বিন্যাস, ৯, রমাকান্ত নন্দী লেন, ঢাকা–১
প্রচ্ছদপট : কাইয়ুম চৌধুরী
প্রথম প্রকাশ : শ্রাবণ—১৩৭৬, জুলাই–১৯৬৯
দাম : সাড়ে চার টাকা
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	