আমার পিতামহ রামকুমার দত্ত ছিলেন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বাসিন্দা। বর্তমান উপজেলা সদরেই গ্রামটি। কিন্তু সেই গ্রামের সাথে আমার পরিচয় হয়নি। শুনেছি আমার দাদা ছিলেন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা ভাইবোন কয়জন ছিলেন তা জানি না। সে গল্পও শুনিনি কখনও। তবে, বাবা ছিলেন দাদার একমাত্র পুত্রসন্তান। আর এক পিসি ছিলেন আমাদের। নাম দিগ্বসনা রায়। বিয়ে হয়েছিল ময়মনসিংহে। আমাদের পিসতুতো ভাই ছিলেন রমেশচন্দ্র রায়, দিনেশচন্দ্র রায়, হরিশচন্দ্র রায় ও ক্ষিতীশচন্দ্র রায়। ছোটবেলায় এরা থাকতেন আমাদের গ্রামের বাড়িতে। পড়াশোনা করতেন ওখানে। তখন তারা রাজনীতিতেও জড়িয়ে পড়েন। দিনেশচন্দ্র রায় এবং হরিশচন্দ্র রায় সন্ত্রাসবাদী আন্দোলনে অত্যন্ত সক্রিয় ছিলেন। দিনেশ তো কারাযন্ত্রণাও ভোগ করেছেন।
সংগ্রামমুখর দিনগুলি
বারীন দত্ত
প্রকাশক : মফিদুল হক
জাতীয় সাহিত্য প্রকাশনী, ৫১ পুরানা পল্টন, ঢাকা
প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী
প্রকাশকাল : ফেব্রুয়ারি ১৯৯১, ফাল্গুন ১৩৯৭
মূল্য : পঞ্চাশটাকা
হরফ বিন্যাস : জাতীয় কম্পিউটার মুদ্রায়ণী, ৫১ পুরানা পল্টন ঢাকা-১০০০
মুদ্রণ প্রকাশ, ৩৪ বিজয়নগর ঢাকা-১০০০