পণ্ডিতপ্রবর এবং ভারতীয় সাহিত্যে সাম্যবাদী চিন্তাধারার অন্যতম পথিকৃৎ রাহুল সাংকৃত্যায়নের ‘সাম্যবাদ হী কিউ’ এবং ‘বাইসবীং সদী’ নামের দুটি বই একসঙ্গে বাঙলায় তর্জমা করে ‘কমিউনিজম ও ভাবীকাল’ নাম দিয়ে আমরা প্রকাশ করলাম। যে দুটি বই একসঙ্গে তর্জমা হলো সেই বই দুটি প্রসঙ্গে কিছু তথ্য আমরা পাঠকদের জানাতে চাই এবং কেন দুটি আলাদা বই এক করে বাঙলায় প্রকাশ করছি তার সপক্ষে আমাদের যুক্তি কি, সেটাও এই সুযোগে বলে দেওয়া যাবে।
প্রথমোক্ত বইটির ভূমিকায় রাহুলজী লিখেছেন, যাঁরা সাম্যবাদী চিন্তাধারার সঙ্গে প্রাথমিকভাবে এবং অল্প সময়ের মধ্যে পরিচিত হতে চান তাঁদের জন্যেই বইটি লেখা এবং লেখকের উদ্দেশ্য যে সফল হয়েছিল তা জানা যাচ্ছে উক্ত গ্রন্থের দ্বিতীয় সংস্করণের ভূমিকা থেকে। বাঙলা ভাষায় এ ধরনের বই দু’-একটি লেখা হলেও রাহুলজীর মতো প্রাঞ্জল ভঙ্গীতে মার্কসবাদের প্রাথমিক ধারণা অর্জন করার বইয়ের অভাব এখনও রয়েছে। তাই আমাদের এই প্রচেষ্টা। এই সঙ্গে এটা বলে নেওয়া দরকার, ১৯৩৪ সালে প্রথম প্রকাশিত ‘সাম্যবাদ হী কিউ’ কয়েক বছর পরে দ্বিতীয় সংস্করণের প্রকাশকালে সামান্য কিছু সংশোধন ও সংযোজন লেখক নিজের হাতে করেছিলেন এবং সেখানেই পরিমার্জনার কাজ শেষ। তাই সাম্যবাদী দর্শনের মূল ভিত্তিভূমি বহু বিস্তৃত বিজ্ঞানের যে সূত্রগুলি ঐ সময়ে গ্রাহ্য হতো সেগুলির ওপর নির্ভর করেই লেখক কমিউনিজমের ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছেন। মূল গ্রন্থ প্রথম প্রকাশের পর ৪৬ বছর আমরা এগিয়ে এসেছি— বিজ্ঞানও সেই অনুপাতে এগিয়ে চলেছে। তাই রাহুলজী যে সব বৈজ্ঞানিক সূত্র-সিদ্ধান্তকে কমিউনিজমের তত্ত্ব প্রতিষ্ঠার জন্যে ব্যবহার করেছিলেন তার…
– প্রকাশক
কমিউনিজম ও ভাবীকাল
রাহুল সাংকৃত্যায়ন
COMMUNISM O BHABIKAL
Bengali translations. of Rahula Sankrityayan’s Hindi Originals
Samyabad hi Kyon and Baisvin Sadi
প্রথম সংস্করণ : সেপ্টেম্বর, ১৯৮০ || আশ্বিন, ১৩৮৭
দ্বিতীয় সংস্করণ : জুন, ১৯৮৩ ॥ জ্যৈষ্ঠ, ১৩৯০
তৃতীয় সংস্করণ : জুন, ১৯৮৭ ॥ জ্যৈষ্ঠ, ১৩৯৪
প্রকাশক :শিবব্রত গঙ্গোপাধ্যায়
চিরায়ত প্রকাশন প্রাইভেট লিমিটেড, ১২’বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা- ৭০০ ০৭৩
মুদ্রাকর : নিউ মণ্ডল প্রিন্টার্স
৪/১-ই বিডন রো, কলকাতা- ৭০০ ০.৬
অনুবাদ : জ্যোতিশঙ্কর ভট্টাচার্য ও মলয় চট্টোপাধ্যায়
প্রচ্ছদ : সুবোধ দাশগুপ্ত
দাম : ১৫.০০ টাকা
( Rs. 15.00 )