বার বার ফরাসী আক্রমণে ক্ষত বিক্ষত জার্মানীর রাইন প্রদেশে নেমে এসেছে এক প্রশান্ত স্তব্ধতা। দুরন্ত ঝড়ের প্রহারে জর্জরিত বনষ্পতির মতো এক নিবিড় ক্লান্তির মধ্যে ঢলে পড়েছে সারা দেশটা। তবে স্বাভাবিক কাজকর্ম আবার শুরু হয়েছে। ক্ষেতে খামারে কিষাণ আর কলে কারখানায় মজুরেরা যেতে শুরু করেছে আবার আগের মতো।
শিল্প বিপ্লবের পর থেকেই একটি উন্নত শিল্পাঞ্চল হিসাবে বেশ নাম করেছে তখন রাইন প্রদেশ। অনেক কয়লা ও লোহার খনি থাকায় নানা রকমের কল কারখানা গড়ে উঠেছে চারিদিকে। বেশী মুনাফার আশায় অনেক সামন্ত জমিদার পুঁজিবাদী শিল্পপতি হয়ে উঠেছে রাতারাতি।
নেপোলিয়নের মৃত্যুর পর ভিয়েনা কংগ্রেসের মধ্যস্থতায় ফরাসী অধিকৃত এই রাইন প্রদেশ চলে যায় রুশিয়া রাজ্যের মধ্যে। ফ্রেডারিক দ্বিতীয় উইলিয়ম তখন রুশিয়ার রাজা। গোটা জার্মানী দেশটাই তখন কতকগুলো সামন্ত রাজ্যে বিভক্ত। এই সব সামন্ত রাজারা সারা দেশের মধ্যে নির্বিবাদে উড়িয়ে চলেছেন তখন প্রতিক্রিয়াশীল শক্তির ধ্বজা। নির্মম পুলিশী অত্যাচারের ভয় দেখিয়ে ফরাসী বিপ্লবের শেষ স্মৃতিচিহ্নগুলিকে মুছে দিতে চান তাঁরা। সাধারণ মানুষের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিতে চান জোর করে। রুশিয়ার রাজা ফ্রেডারিক দ্বিতীয় উইলিয়াম ছিলেন এমনি একজন উদ্ধত আর অত্যাচারী সামন্ত রাজা । আর পাঁচজন সামন্ত রাজার মতো তিনিও তাই চেয়েছিলেন। সাধারণ মানুষের প্রতিবাদের সব কণ্ঠকে নীরব করে দিয়েছিলেন তিনি । জ্ঞানীগুণী লোকেরাও কোন কথা বলতে পারতেন না রাজশক্তির বিরুদ্ধে। ফলে অনেক স্বাধীনচেতা জার্মান কবি সাহিত্যিক দেশ ছেড়ে ফ্রান্স ও সুইজারল্যাণ্ড চলে গিয়েছিলেন।
কার্ল মার্কস জীবন ও চিন্তা
সুধাংশুরঞ্জন ঘোষ
প্রকাশক : শ্রীসুধাংশু শেখর
দে’জ পাবলিশিং
১৩ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রীট, কলিকাতা ৭০০০১७
প্রচ্ছদ : রঞ্জন দত্ত
মুদ্রাকর : শ্রীপঞ্চানন জানা
জানা প্রিন্টিং কনসার্ন
৪০/১ বি শ্রীগোপাল মল্লিক লেন কলিকাতা ৭০০০১২
দাম : ২০ টাকা
প্রথম প্রকাশ : জানুয়ারী, ১৯৮৪, পৌষ, ১৩৯০