ভারতবর্ষে পল্লী সমস্যা ও পল্লীসংস্কার সম্বন্ধে রবীন্দ্রনাথের বক্তৃতা ও প্রবন্ধাবলী এই গ্রন্থে সংকলিত হইল । প্রধান রচনাগুলি প্রথম ভাগে মুদ্রিত হইয়াছে ; দ্বিতীয় ভাগে প্রাসঙ্গিক বিবিধ রচনার সংগ্রহ ; প্রধানত প্রাসঙ্গিক কয়েকখানি চিঠি তৃতীয় ভাগে সংকলিত হইয়াছে। পূর্ববর্তী সূচী -অনুযায়ী, প্রথম, দ্বিতীয়, সপ্তম, অষ্টম, একবিংশ, ষড়, বিংশ, সপ্তবিংশ ও অষ্টাবিংশ ব্যতীত মূল গ্রন্থের অন্য অংশগুলি ইতিপূর্বে কোনো গ্রন্থে প্রকাশিত হয় নাই৷
গ্রন্থপরিচয়ে প্রসঙ্গক্রমে অন্য কতকগুলি চিঠিপত্র, রচনা বা রচনাংশ মুদ্রিত হইয়াছে।
বর্তমান রবীন্দ্র-শতবর্ষপূর্তি বর্ষে ‘স্বদেশী সমাজ’ নামে এই গ্রন্থের পরিপূরক অন্য একখানি পুস্তক প্রকাশিত হইবে ; তাহাতে উল্লিখিত নামের বহুখ্যাত প্রবন্ধ এবং সমকালীন অন্যান্য রচনা সংকলিত হইবে।
পল্লীপ্রকৃতি
রবীন্দ্রনাথ ঠাকুর
সংকলন ও সম্পাদনা : শ্রীপুলিনবিহারী সেন
বিশ্বভারতী গ্রন্থালয়
২ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্ট্রীট, কলিকাতা
পল্লীপ্রক্বতি : রবীন্দ্রনাথ-প্রতিষ্ঠিত শ্রীনিকেতনের আদর্শ ও উদ্দেশ্য – সূচক প্রবন্ধ ভাষণ ও পত্রাদির সংকলন।
শ্ৰী নি কে ত ন – প্র তিষ্ঠা র সাংবার্ষিক উৎসবোপলক্ষে র বী ন্দ্র – শত পূর্তি বর্ষে প্রথম প্রকাশ।
প্রকাশকাল : ৬ ফেব্রুয়ারি ১৯৬২ : ২৩ মাঘ ১৩৬৮ : ১৭ মাঘ ১৮৮৩ শক
প্রকাশক : শ্রীকানাই সামন্ত
বিশ্বভারতী, ৫ দ্বারকানাথ ঠাকুর লেন, কলিকাতা-৭
মুদ্রক : শ্রীসূর্যনারায়ণ ভট্টাচার্য
তাপসী প্রেস, ৩০ কর্নওআলিস স্ট্রীট, কলিকাতা-৬