কমিউনিস্ট পার্টিতে থাকাকালীন রাহুল এই বই লেখেন। অতএব কমিউনিস্ট রাহুলের কিঞ্চিত পরিচয় অসময়োপযোগী হবে না।
১৯৩৭ সালে সোভিয়েত দেশ থেকে ফিরে রাহুল ১৯০৮ এ চতুর্থ ও শেষ বার তিব্বত যান। সেখান থেকে ফিরে কলকাতায় মহাবোধি সোসাইটিতে ওঠেন। এখানেই এই পংক্তিগুলির লেখকের সাহায্যে তিনি মুজফফর আহ্মদ, আব্দুল হালিম, বঙ্কিম মুখার্জি প্রমুখ কমিউনিস্ট নেতৃবৃন্দের সহিত মিলিত হয়ে তাঁর ভবিষৎ কার্যক্রম সম্বন্ধে আলোচনা করেন। তাঁর গবেষণার কাজ ছেড়ে তিনি কার্যকরী ভাবে রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেন। পার্টির তরফ থেকে বিহারে গিয়ে তাঁকে কাজ আরম্ভ করতে বলা হয়। সেখানকার সঙ্গে যোগাযোগ করতে ও কিভাবে কাজ আরম্ভ করতে হবে তাও বলে দেওয়া হয়।
পাটনা মিউজিয়ামে পূর্বে আসা জিনিসগুলির সঙ্গে তিনি তাঁর চীবর বৌদ্ধ ভিক্ষুর পরিধান রেখে দিয়ে পার্টির নির্দেশ মত তিনি বিহারে তৎপরতার সঙ্গে কাজ আরম্ভ করেন। ১৯ অক্টোবর ১৯৩৮ সালে তাঁকে পার্টি সদস্য পদ দেওয়া হয়।
১৯৩৮-৩৯ সালে রাহুল বিহারে প্রধানতঃ কৃষক আন্দোলনে নিষ্ঠার সঙ্গে কাজ করেন। কংগ্রেসী সরকার ও জমিদারদের আক্রমণে তার মাথা কেটে যায়। তার দু বছরের সাজা হয়। জেলের অত্যাচারের বিরুদ্ধে তাকে অনশন করতে হয়। মেয়াদের পূর্বে ছাড়া পেয়ে তিনি আবার আন্দোলনে যোগদান করেন৷
অক্টোবর ১৯৩৯ এ লেনিনবাদ থেকে লেখা পত্নীর পত্রে ৫ই সেপ্টেম্বর ১৯৩৮ এ পুত্রের জন্মানোর সংবাদ পান। তার নাম তিনি রাখতে চাইছিলেন ওগোন (অগ্নি ) কিন্তু পত্নী তার নাম রেখেছিলেন ঈগর।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছিল। যে কোন মুহুর্তে গ্রেপ্তার হবার সম্ভবনা ছিল। রাহুল গা ঢাকা দিয়ে তাঁর আদিবাস মলাও জি গোরখপুর) ঘুরে এলেন । সেখান থেকে ফিরে তিনি আবার প্রকাশ্যে জোরে কাজকর্ম আরম্ভ করলেন : ৫ই মার্চ ১৯৪০ এ এলাহাবাদে ভারত রক্ষা আইনে বিনা বিচারে তাঁকে বন্দী করা হয়। মলাকা (লাহাবাদ জেলা কারাগার) হাজারীবাগ, দেওলীতে (রাজস্থান) বন্দী করা হয়। আাশ মাস বন্দী থাকার পর জুলাই ১৯৪২ সালে তিনি হাজারীবাগ জেল থেকে মুক্তি পান । বিহারে কয়েক মাস কাজ করার পর তাঁকে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে (বোম্বাই) কাজ করতে বলা হয়। এখানে পার্টির জন্য মার্কসবাদ সম্বন্ধে কয়েকটি বই লেখার ও তর্জমা করার পর তিনি আবার বিদান সভার কাজ আরম্ভ করেন।…
ভাগো নেহি দুনিয়া কো বদলো
মূল রচনা : মহাপণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন
অনুবাদ : শুদ্ধোদন সেন
প্রথম প্রকাশ : ৫ই আগষ্ট, ১৯৮২
প্রকাশক : মজহারুল ইসলাম
নবজাতক প্রকাশন 
এ-৬৪, কলেজ স্ট্রীট মার্কেট,
কলিকাতা-৭০০০০৭
মুদ্রাকর : শ্রীরবীন্দ্রনাথ ঘোষ নিউ মানস প্রিন্টিং
১/বি, গোয়াবাগান স্ট্রীট, কলিকাতা-৭০০০০৬
প্রচ্ছদ শিল্পী : খালেদ চৌধুরী
দাম : পঁচিশ টাকা
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	