দেশে বিপ্লবী পরিস্হিতি বিরাজ করতে না থাকলে বিপ্লব ঘটতে পারে না। আবার সব বিপ্লবী পরিস্হিতিতেই বিপ্লব ঘটে না। বিপ্লবী পরিস্হিতিতে বিপ্লব ঘটাবার জন্য চাই বিপ্লবী পার্টি। সেই বিপ্লবী পার্টিকে হতে হবে এমন এক পার্টি যে-পার্টি সুবিধাবাদ থেকে মত্ত, আপসপন্হী ও আত্মসমর্পণবাদীদের নির্মম বিরোধী, এবং বুর্জোয়াশ্রেণী ও তার রাষ্ট্রশক্তির প্রতি বিপ্লবী দৃষ্টিভঙ্গিসম্পন্ন। এই পার্টিকে হতে হবে এমন এক বিপ্লবী পার্টি যে পার্টি রাষ্ট্রক্ষমতা দখলে শ্রমিকশ্রেণীর সংগ্রামে নেতৃত্ব দেবার মতো সাহস রাখে, বিপ্লবী পরিস্হিতির জটিলতার মধ্যে নিজের স্হান নির্ণয় করার মতো যথেষ্ট অভিজ্ঞতা রাখে এবং লক্ষ্যস্হলে পৌঁছবার থাকে তাকে কাটিয়ে চলার মতো যথেষ্ট নমনীয়তা দেখাতে পারে। এই পার্টিকে শ্রমিক আন্দোলনের অগ্রণী মতবাদ, মার্কসবাদী-লেনিনবাদী তত্ত আয়ত্ত করতে হবে, আত্মস্হ করতে হবে, কেননা মার্কসবাদী-লেনিনবাদী তত্তের শক্তি হলো এই যে, ইহা পার্টিকে কোন এক বিশেষ পরিস্হিতিতে যথাযথ দৃষ্টিভঙ্গির সন্ধান দেয়, বর্তমান ঘটনাবলীর অন্তর্নিহিত সম্পর্ক বুঝিয়ে দেয়, ঘটনার গতি পূর্বে থেকেই লক্ষ্য করার এবং শধু বর্তমানের ঘটনা কেমনভাবে ও কোনদিকে বিকশিত হচ্ছে শুধু, তা নয়, ভবিষ্যতেও কেমনভাবে ও কোনদিকে বিকাশ লাভ করবে তা বুঝবার ক্ষমতা দেয়। সঙ্গে সঙ্গে এই পার্টিকে সব সময়েই এ কথা স্মরণে রাখতে হবে যে, মার্কসবাদ-লেনিনবাদ কোন আপ্তবাক্য নয়, এই তত্ত হচ্ছে কর্মক্ষেত্রে পথ নির্দেশক এবং এই তত্ত্বের সাহায্যে প্রত্যেক দেশের বাস্তব অবস্হার বাস্তব বিশ্লেষণ করে পার্টিকে তার কর্মপন্থা নির্ধারণ করতে হবে। এই পার্টিকে সব সময়ে মনে রাখতে হবে যে, “রাজনৈতিক কার্যকলাপ নেভস্কি সড়কের (বিপ্লবের পূর্বকার পেট্রোগ্রাডের সিধে, চওড়া, মসৃণ রাস্তার চওড়া ফুটপাথ নয়, পার্টিকে তার লক্ষ্য হলে পৌঁছাতে হলে, তাকে অনেক আঁকাবাঁকা পথে চলতে হবে, কখনো তাকে এগতে হবে, আবার কখনো তাকে পিছতে হবে এবং শেষ পর্যন্ত তাকে এগিয়ে যেতে হবে। পার্টিকে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্হাপন করতে হবে এবং সেই সম্পর্ক আরো ব্যাপক, আরো গভীর করে তুলতে হবে। অগ্রণী হিসাবে পার্টি যতই চমৎকার ও সংগঠিত হোক না কেন, পার্টির বাইরের জনগণের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে ও বহুগুণে বাড়াতে, শক্তিশালী করতে না পারলে পার্টি বাঁচতে পারে না, বাড়তে পারে না।
এরকম বিপ্লবী পার্টি জার শাসিত রুশদেশে লেনিন গড়তে পেরেছিলেন বলেই সে-দেশে যখন বিপ্লবী পরিস্হিতি দেখা দিল তখন লেনিনের গড়া পার্টিই সফল করতে পারলো দুনিয়ার প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব।
প্রসঙ্গ : শ্রমিকশ্রেণীর বিপ্লবী পার্টি ও লেনিন
সুধাংশু দাশগুপ্ত
ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিঃ
প্রথম প্রকাশ : অক্টোবর ১৯৯৩
দ্বিতীয় মুদ্রণ : সেপ্টেম্বর ১৯৯৭
Prasanga Shramik Shrenir
Biplabi Party-O-Lenin -Sudhangshu Dasgupta
প্রকাশক : সলিল কুমার গাঙ্গুলি
ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিঃ ১২ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রীট
কলকাতা- ৭০০০৭৩
মুদ্রক : শুভেন্দু রায়
ঊষা প্রেস
৩২/এ শ্যামপুকুর স্ট্রীট, কলিকাতা-৪
প্রচ্ছদ : শ্রী গণেশ বসু
দাম : আঠারো টাকা