সবিনয় নিবেদন
এ আলোচনা একান্তই আমার ব্যক্তিগত উপলব্ধির ফসল। আমার একটি বিশ্বাসের গাছেই এই উপলব্ধির ফসল ফলেছে। আমি বিশ্বাস করি, শুধু আমাদের এ দেশে নয়, উন্নয়নশীল প্রতিটি দেশে সার্বিক শোষণ মুক্ত সমাজ গঠন করতে হলে সমাজতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া গত্যন্তর নেই৷ আমি আরো বিশ্বাস করি, ইসলাম এই সার্বিক শোষণ মুক্তি প্রচেষ্টায় কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না । কারণ ইসলামও এক সময় অনু- রূপ শোষণ মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যেই আবির্ভূত হয়েছিলো। কিন্তু আজ শুধু ইসলামের সেই সরল আবেদন দিয়ে এই জটিল শোষণের নাগপাশ ছিন্ন করা সম্ভব নয়। বরং তার এই সরলতার সুযোগ নিয়ে পুঁজিবাদী শোষণ আরো ব্যাপক হয়ে উঠছে। আর তার নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
তাই আজ পৃথিবীতে শোষণ ভুক্তি ও শোষণ মুক্তির যে সংগ্রাম চলছে, এর একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। আমি সমাজতন্ত্রের পক্ষে বলেই সোভিয়েত ইউনিয়নের পক্ষে কথা বলেছি আর পুঁজিবাদের বিপক্ষে বলেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছি। আমার প্রশংসা ও নিন্দা সেই লক্ষ্যেই নিবেদিত। এ ব্যাপারে আমার বিশ্বাস ও পক্ষপাতিত্ব একান্তই স্পষ্ট।
এ আলোচনার বাগ্ বিস্তারে আমি অনেকেরই সাহায্য নিয়েছি। একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি থেকে আমি বিভিন্ন ছক ও তালিকা গ্রহণ করেছি। জাতীয় সাহিত্য প্রকাশনী উক্ত পাণ্ডুলিপি সরবরাহ করে এবং আলোচনাটি প্রকাশ করে আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। দেশের স্বার্থে পাঠকের অনুভূতি আলোড়িত হলেই আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করবো।
– গোলাম সামদানী কোরায়শী
ইসলাম ও আমেরিকা
গোলাম সামদানী কোরায়শী
প্রথম প্রকাশ : ৩১ মার্চ ১৯৮৪, ১৭ চৈত্র ১৩১০
প্রচ্ছদ পরিকল্পনা : আবদুল মুকতাদির
মূল্য : চোদ্দ টাকা
প্রকাশক : মফিদুল হক
জাতীয় সাহিত্য প্রকাশনী
১০ পুরানা পল্টন, ঢাকা-২
মুদ্রক : মুজিবর রহমান
সুবর্ণ মুদ্রারণ, ৭৮/২এ রামকৃষ্ণ মিশন রোড, ঢাকা-৩