যখন জীবনস্মৃতির
জীবন-প্রভাত হ’তে শরু করে আজ পর্যন্ত আমার দুচোখ ক্যামেরার মত যেসব ছবি তুলেছিল এ সন্দর পৃথিবীর অগণিত দৃশ্যের তার অর্থ সেদিন ভাবতে পারিনি, ছবিগুলোও এলো মেলো, সাদা কালো, রঙিন নানা ভাবেই উঠেছিল। আজ জীবন-সায়াহ্ে ভারাক্রান্ত হৃদয়ে পাতা উল্টাচ্ছিলাম তখন দেখলাম সেই নিগেটিভ ছবিগুলো যেন ভিন্ন রূপে আমার কাছে ধরা দিতে থাকলো। সেদিন যে ছবিগুলোর ভেতর কোন অর্থই খুজে পাইনি আজ তা অর্থযুক্ত মনে হতে লাগলো । সে- গুগুলোর ভাব ভাষা যেন আমাকে আরও গভীরে নিয়ে গেলো। দেখলাম এসব তলিয়ে পাওয়া ছবিগুলো আজ যেন প্রকাশিত হওয়ার জন্য ব্যাকল । তারা আমাকে অস্হির করে তুললো। আমার সান্নিধ্যে যারা এলো তাদের কাছে এ দৃষ্টিগুলোর কথা প্রকাশও করে ফেল্লাম নানা প্রসঙ্গে। তারাও আমাকে তাগিদ দিতে আরম্ভ করলে এগুলো ভাষার লিপিতে যেন প্রকাশ করি। আমার কিন্তু এ ধারণা কোন দিনই ছিল না যে এই দৃষ্টিগুলো জীবন্ত হয়ে কোন দিন ভাষায় রূপ নেবে এবং প্রকাশিত হবে। কিন্তু আমার লেখিকা বোন রিজিয়া রহমানের উৎসাহ, বন্ধ, আবদুল হক সাহে বের পরিশ্রমই এ বই প্রকাশকে সম্ভব করে তুলেছে। ছবিগুলোর বিশ্লেষণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতাপ্রসূত। কারও প্রতি বিদ্বেষ প্রকাশ বা কোন মতামতের সমর্থনেও নয়। যদি কোথাও এরূপ বিশ্লেষণে কাহারও মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে তা লেখকের অনিচ্ছাকৃত প্রকাশ – কোন উদ্দেশ্য প্রণোদিত নয়। বর্তমান খন্ডে আমার তোলা সব ছবিগুলোই বিশ্লেষণ করতে পারিনি। তবে আশা আছে পরবর্তী অংশগুলোতে সবগুলোই বিশ্লেষিত হবে।
বাংলার মধ্যবিত্তের আত্মবিকাশ
কামরুদ্দীন আহমদ
(প্রাক্তন রাষ্ট্রদূত)
প্রকাশক : জহীরুদ্দীন মাহমুদ
৫৪৩/এইচ, ১৩ নং সড়ক ধানমন্ডি আবাসিক এলাকা
ঢাকা-৫, বাংলাদেশ
প্রচ্ছদ অঙ্কনে : গোপাল মণ্ডল
বাংলাবাজার, ঢাকা–১
মুদ্রাকর : ওয়াদুদুল হক
লালন প্রকাশনী, ২৬২, বংশাল রোড, ঢাকা-১
দাম : দশ টাকা
প্রথম প্রকাশ—আশ্বিন, ১৩৮২