জাপ-বিরোধী প্রতিরোধ যুদ্ধ শুরু হওয়ার পর দেশব্যাপী জনসাধারণের মধ্যে একটা স্ফ তিও উদ্দীপনার ভাব দেখা দিয়েছিল। আগে যারা ভুরু কুঁচকে থাকতো, তাদের আর দেখা মিলত না; কারণ সবাই বিশ্বাস করেছিলো যে, আমাদের জাতি শেষ পর্যন্ত অচল অবস্থা থেকে বেরিয়ে আসবার একটা পথ খুঁজে পেয়েছে। কিন্তু সম্প্রতি আপোষ করার ও কমিউনিজম-বিরোধিতার কলরব আকাশ বাতাস ভরে ফেলেছে এবং জনসাধারণকে আবার একবার বিভ্রান্তির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। সাংস্কৃতিক কর্মী ও তরুণ ছাত্রেরা সর্বাপেক্ষা অনুভূতিপ্রবণ বলে তারাই সর্বপ্রথমে এর দ্বারা প্রভাবিত হয়েছে। ‘কি করা যায় ?’ ‘চীন কোন্ পথে ?’ প্রভৃতি প্রশ্ন আবার উত্থাপিত হচ্ছে। এই জন্যই “চীনা সংস্কৃতি” নামক সাময়িক পত্রিকার প্রকাশনার সুযোগে চীনের রাজনীতি ও চীনের সংস্কৃতির ধারা সম্পর্কে কয়েকটা কথা বললে হয়ত কিছু উপকার হতে পারে। সাংস্কৃতিক সমস্যার ব্যা- পারে আমি অনভিজ্ঞ, এ সম্পর্কে আমি গবেষণা করার আশা রাখি এবং গবেষণা করতে কেবল শুরু করেছি। সৌভাগ্যবশতঃ এই বিষয় নিয়ে ইয়েনানের আমা- দের অনেক কমরেড ইতিপূর্বেই বহু বিশদ ও বিস্তৃত প্রবন্ধ লিখেছেন। আমার এই সাদামাঠা কথাগুলি নাট্যানুষ্ঠানের পূর্বাহ্ণে ঘণ্টা বাজানর যে উদ্দেশ্য সেই রকম উদ্দেশ্য সাধন করতে পারে। আমাদের মন্তব্যসমূহ জাতির সাংস্কৃতিক…
নয়া গণতন্ত্র
মাও জে দঙ
ন্যাশনাল বুক এজেন্সি
ডিসেম্বর ১৯৯৩
প্রকাশক : সলিল কুমার গাঙ্গুলি
ন্যাশনাল বুক এজেন্সি প্রাঃ লিঃ
১২ বঙ্কিম চাটার্জি স্ট্রীট, কলকাতা ৭০০০৯৩
মূদ্রক : সমীর দাশগুপ্ত
গণশক্তি প্রিন্টার্স প্রাঃ লিঃ ৩৩ আলিমুদ্দিন স্ট্রীট
কলকাতা ৭০০০১৬
দাম : দশ টাকা