চিলি। নামটি শুনলেই মনের তারে ঝংকার দিয়ে ওঠে। এক বৈচিত্র্যময় ইতিহাস। এককালে চিরবসন্তের দেশ বললেই চিলির কথা মনে পড়ত। কিন্তু আজ ? আজ চিলি নামটি উচ্চারিত হওয়ার সাথে সাথেই মনের মুকুরে ভেসে ওঠে একজন মহান বিপ্লবী দেশ- প্রেমিকের বলিষ্ঠ মুখচ্ছবি। আর তাঁর নাম হচ্ছে সালভাদর আলেন্দে। তাই আজ চিলি বলতে বোঝায় আলেন্দের চিলি। সমুদ্রে মালা গাঁথা দক্ষিণ আমেরিকার এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে অতুলনীয়। আপেল, আঙুর, বাদাম, নাসপাতি ও অন্যান্য সুমিষ্ট ফলে ভরপুর। এই দেশটি তামা, শোরা, টিন, ম্যাঙ্গানিজ ও অন্যান্য মূল্যবান খনিজে সমৃদ্ধ।
দীর্ঘকাল ধরে এই দেশটি শাসন করে আসছিল বড় বড় ধনীরা আর তাদের পক্ষপুটে আশ্রিত সেনাবাহিনী।
অথচ এই সোনার দেশের অজস্র শ্রমিক তামা আর শোরা, টিন আর ম্যাঙ্গানিজের খনিতে রাত্রিদিন তিলে তিলে নিজেদের জীবনদীপ নির্বাপিত করে গড়ে তুলেছে এক বিশাল ধনিক শ্রেণী। যুগ যুগ ধরে চিলির মানুষকে শোষণ করে এসেছে এই বিত্তবান শ্রেণী। এদের অত্যাচারে চিলির অসংখ্য মা বোন প্রাণপাত করেছে — অজস্র শ্রমিককে দিতে হয়েছে আত্মাহুতি এদের জুলুমের যুপকাষ্ঠে।
এইসব চোখের জলে ভেজা অত্যাচারের কাহিনী সোনার অক্ষরে বিধৃত হয়ে আছে চিলির তথা সারা বিশ্বের মুক্তিকামী মানুষের চোখের মণি, বিপ্লবী নোবেল পুরস্কার বিজয়ী কবি পাবলো নেরুদার অসংখ্য কবিতায়।
কিন্তু যুগ যুগ ধরে লাঞ্ছিত এই দেশটির মানুষ ধীরে ধীরে জেগে উঠছিল। তারা শপথ নিচ্ছিল তাদের সুন্দর দেশটিকে সমস্ত অত্যা- চারীদের কব্জা থেকে মুক্ত করে সুখী সমৃদ্ধশালী করে গড়ে তুলবার।…
ছোটদের স্যালভাদর আলেন্দে
আবদুল মতিন
প্রকাশক : চিত্তরঞ্জন সাহা
মুক্তধারা
[স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ]
৭৪ ফরাশগঞ্জ, ঢাকা-১, বাংলাদেশ
প্রথম প্রকাশ : মে ১৯৭৮
প্রচ্ছদ : সৈয়দ ইকবাল
মুদ্রাকর : প্রভাংশুরঞ্জন সাহা
ঢাকা প্রেস, ৭৪ ফরাশগঞ্জ, ঢাকা-১
দাম : তিন টাকা