আমরাই রাষ্ট্র
(সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র ও সমাজব্যবস্থার ইতিহাস ও রাজনৈতিক নীতিসমূহ)
রাশিয়ার ইতিহাসে অক্টোবর বিপ্লব কি ভূমিকা নিয়েছিল ?
১৯১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়া ছিল পৃথিবীর সবচাইতে প্রতিক্রিয়াশীল ও স্বৈরাচারী রাজতন্ত্রগুলির অন্যতম। তার সাহায্য নিয়ে দেশের সম্পদের অধিকাংশ যাদের করায়ত্ত ছিল সেই পূঁজিপতি ও ভূস্বামীরা শ্রমিক ও কৃষকদের উপর নিষ্ঠুর শোষণ চালাত৷ দেশটা ছিল অর্থনৈতিক দিক থেকে পশ্চাদপদ, জনসংখ্যার অতি বিপুল অংশ অত্যন্ত দুর্দশার মধ্যে কাল কাটাতেন।
প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়াকে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হতে হয়, ফলে শ্রম- জীবী জনগণের দুর্দশা আরও বেড়ে যায়। দেশের মধ্যে এক বিপ্লবী পরিস্থিতির সৃষ্টি হয়, তার পরিণতিতে ১৯১৭ সালের ফেব্রুয়ারিতে এক জন-অভ্যুত্থান ঘটে। দ্বিতীয় নিকোলাস সিংহাসন ছাড়তে বাধ্য হন। এক বুর্জোয়া অস্থায়ী সরকার ক্ষমতা দখল করে। একই সঙ্গে -মেহনতী জনগণ দেশজুড়ে শাসন সংস্থা তৈরি করে তোলেন, সেগুলির নাম হয় সোভিয়েত।
শীগগিরই একথা সুস্পষ্ট হয়ে ওঠে যে অস্থায়ী সরকার ও জার সরকারের মতই প্রতিক্রিয়াশীল নীতি নিয়ে চলছে। কমিউনিস্ট পার্টির নেতৃত্বে শ্রমিক ও কৃষকেরা আর একটি বিপ্লবের অর্থাৎ সমাজ- তান্ত্রিক বিপ্লবের এবং পুঁজিপতি ও ভূস্বামীদের ক্ষমতাচ্যুত করে সমস্ত ক্ষমতা জনগণের হাতে অর্থাৎ তাঁদের এই নতুন সংস্থা সোভিয়েতগুলির হাতে তুলে দেবার ভিত্তিভূমি রচনা করতে থাকেন।…
সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে নানা তথ্য
মনীষা, কলিকাতা
প্রথম প্রকাশ : জুলাই, ১৯৭২
Bengali translation of: “Facts About the USSR”, Progress Publishers, Moscow
অনুবাদক : গীতা মুখোপাধ্যায়
প্রকাশক : দিলীপ বসু
মনীষা গ্রন্থালয় (প্রা:) লি:
৪/৩বি, বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলিকাতা- ১২
মুদ্রক : শ্রীসিদ্ধার্থ মিত্র
বোধি প্রেস, ৫ শঙ্কর ঘোষ লেন, কলিকাতা- ৬
দাম : ১২ টাকা