রাজনীতি বড় জটিল ব্যাপার, কুটিলও বটে। আর তা জড়িয়ে আছে আমাদের জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে। আমরা তাকে এড়াতে বা ছাড়িয়ে যেতে চাইলে আরো নিবিড়ভাবে টের পাই তার উপস্থিতি। অথচ তাকে খুব সহজ সরলভাবে বাগে আনতে গেলে বিপত্তি বাড়ে বই কমে না। নিজের জামার মাপে অন্যের জামা তৈরী করলে যেসব বিপাকে পড়তে হয় তেমন, জামা তৈরী হয় ঠিকই, তবে তা অন্যের গায়ে আঁটতে চায় না। মুস্কিল হয়। বা আঁটানো শিল্প-সাহিত্যের গায়ে রাজনীতির উর্দি চাপাতে গেলে তেমন অনর্থের সৃষ্টি হয় অথচ শিল্প-সাহিত্যও কোনো সৃষ্টিছাড়া ব্যাপার নয়, তার দরজাটা বেশ চওড়া এবং ঘরটাও খোলামেলা । তাই রাজনীতি সেখানে ঢুকে যেতে পারে অবাধে। যদিও রাজনীতির চিহ্ন বেশ মুছে ফেলা যায় তার অবসর থেকে ; এবং তাকে অরাজনৈতিক এক নির্মাণ হিসেবে তুলে ধরা চলে বহু সময় । বিজ্ঞজন অবশ্য বলেন, অরাজনৈতিক করে তোলাও সূক্ষ্মভাবে আর এক রাজনীতির খেলা। সে যাই হোক, তবু শিল্প-সাহিত্যের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে প্রচুর তর্ক ওঠে, সে তর্ক চলতেও থাকবে। ফলে এমন বিষয় নিয়ে আলোচনার সময় হুঁশিয়ার থাকতেই হয় আলোচককে, নইলে শ্যাম ও কুল দুই-ই রক্ষা করা দায় হয়ে ওঠে।
ডক্টর রমেন্দ্র বর্মন সে আশঙ্কা সম্বন্ধে সচেতন ছিলেন । তাই তিনি রাজনীতি ও শিল্প-সাহিত্য সম্পর্কে লিখতে গিয়ে রাজনীতির বুলি দেখে শিল্প-সাহিত্যের ইমারত গড়তে বা ভূমিষ্যাৎ করতে চাননি, বদলে তিনি বেছে নিয়েছেন— রাজনীতির পরিপ্রেক্ষিত, যাতে সংলগ্ন হতে পারে সৃষ্টিশীলতা। ভাষা ও সাহিত্যের কোনো তত্ত্বীয় কিংবা কবিতা। উপন্যাসের সামগ্রিক আলোচনা নয়, নির্বাচিত কয়েকজন লেখকের রচনায় রাজনীতির বিচরণ। তার ভূমিকাই হচ্ছে প্রবন্ধগুলির আলোচ্য। হয়ত বলা ঠিক যে, বিভিন্ন রচনার মধ্যে রাজনীতির পরিপ্রেক্ষিত যোগসূত্র রচনা করেছে অন্তর্লীনভাবে কেবল।…
রাজনীতির পরিপ্রেক্ষিতঃ ভাষা ও সাহিত্য
ডঃ রমেন্দ্র বর্মণ
প্রথম প্রকাশ : ২৬শে ফেব্রুয়ারী ১৯৮৭
প্রকাশক : মজহারুল ইসলাম
নবজাতক প্রকাশন
এ-৬৪, কলেজ স্ট্রীট মার্কেট, কলকাতা – ৭००००৭
প্রচ্ছদ শিল্পী : বিশ্বনাথ মিত্র
মুদ্রক : শুভেন্দু রায়
ঊষা প্রেস
৩২-এ, শ্যামপুকুর স্ট্রীট, কলকাতা – ৭০০০০৪
মূল্য : ২০ টাকা