আমার কয়েকটি লেখার এ ক্ষুদ্র সংকলনটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল শ্রীসত্যেন সেনের উদ্যোগে। শ্রী সেনের আশা ছিল বিভিন্ন বিষয়ে জ্ঞানের কথাকে ক্ষুদ্রা- কারে সাধারণ পাঠকের ক্রয়-ক্ষমতার মধ্যে সীমিত রেখে পুস্তকাকারে প্রকাশ করে কৌতূহলী পাঠকের মনের কাছে পৌছে দেওয়া।
অপ্রত্যাশিতভাবে দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে পড়ায় তাঁর সে আশা আর পরিকল্পনা অসমাপ্ত রয়ে গেছে।
তাঁর উদ্যোগে প্রকাশিত ‘মানবতন্ত্রের’ প্রথম সংস্করণ দ্রুত নিঃশেষিত হয়ে যায় এবং বইটি দীর্ঘকাল থেকে যায় দুষ্প্রাপ্য।
বুদ্ধি ও বিচারে বিশ্বাসী এবং তাতে কৌতূহলী পাঠকের সংখ্যা আমার বিশ্বাস, দিন দিনই বেড়ে চলেছে। যে যুগে ও কালে আমরা বাস করছি এ-না হয়ে পারে না। কারণ মানুষ জন্মমুহূর্ত থেকেই কৌতূহলী। সে জানতে এবং পরখ করে দেখতে চায় সব কিছু। অনেক সময় প্রতিকূল পরিবেশ তার জিজ্ঞাসা আর কৌতূহলের অন্তরায় হয়ে দাঁড়ায়। বুদ্ধি ও যুক্তি বিচার এ পাঁচিল ডিঙাবার প্রধান হাতিয়ার। লেখক আর শিল্পীদের অন্যতম দায়িত্ব এ হাতিয়ার গাঠক- দের হাতে তুলে দেওয়া। লেখক হিসেবে আমার সীমিত শক্তি নিয়ে আমি এ দায়িত্বটুকু পালন করার চেষ্টা করে থাকি।
এ বই-এর অন্তর্গত লেখাগুলির প্রধান উদ্দেশ্য পাঠকদের জিজ্ঞাসা আর কৌতূহলকে জাগিয়ে তোলা। সে পথে একটু- খানি সহায়তা করা।
আমার যুক্তি বিচারই যে চরম ও শেষ তেমন কোন অসম্ভব দাবী আমার নেই। কোন লেখাই চিরন্তন নয়। কাল যেমন গতিশীল, তেমনি মনও গতিশীল। এ স্রেফ আমার এক বিনীত নিবেদন।
মানবতন্ত্র
আবুল ফজল
প্রকাশক : চিত্তরঞ্জন সাহা
মুক্তধারা
[স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ]
৭৪ ফরাশগঞ্জ, ঢাকা – ১, বাংলাদেশ
প্রথম সংস্করণ : মে ১৯৭২
দ্বিতীয় সংস্করণ : মার্চ ১৯৭৯
প্রচ্ছদ-শিল্পী : সৈয়দ ইকবাল
মুদ্রাকর : প্রভাংশুরঞ্জন সাহা
ঢাকা প্রেস, ৭৪ ফরাশগঞ্জ, ঢাকা-১, বাংলাদেশ
মূল্য : পাঁচ টাকা
MANABTANTRA
[ A Collection of Essays ]
Abul Fazal
Cover design: Syed Iqbal
Second edition : March 1979 MUKTADHARA
[Swadhin Bangla Sahitya Parishad ] 74 Farashganj
Dacca-I Bangladesh.
Price: Taka 5’00