বালক-বালিকা
ভাগীরথীর তীরে আমবাগানে বসিয়া একটি বালক সন্ধ্যাবেলায় ভাগীরথীর জলের কলকল শব্দ শুনিতেছিল। তাহার পায়ের তলায় ঘাসের উপর শুইয়া একটি ক্ষুদ্র বালিক৷ চুপ করিয়া তাহার মুখপানে চাহিয়াছিল। বালকের নাম—প্রতাপ, বালিকার নাম শৈবলিনী। বালিকা মাত্র আট বৎসরের বালক কিশোর বয়স্ক।
বালিকা বুনো ফুলের মালা গাঁথিয়া বালকের গলায় পরাইল ; আবার খুলিয়া লইয়া আপনার খোঁপায় পরাইল, আবার খুলিয়া বালকের গলায় পরাইল—ঠিক হইল না–কে মাল৷ পরিবে। নিকটে হৃষ্টাপুষ্ট৷ একটি গাই চরিতেছিল দেখিয়া শৈবলিনী মালা তাহার শিঙে পরাইয়া দিল, তখন বিবাদ মিটিল। এই রকম ইহাদের সব সময়েই হইত। কখনও বা বালক বাস৷ হইতে পাখীর ছানা পাড়িয়া দিত। অনেক সময় পাকা আম পাড়িয়া দিত।
এইরূপে ভালবাসা জন্মিল। প্রণয় বলিতে হয় বল, ন! বলিতে হয় না বল। ষোল বৎসরের নায়ক—আট বৎসরের নায়িকা। বালকের ন্যায় কেহ ভালবাসিতে জানে না৷
বাল্যকালের ভালবাসায় বুঝি কিছু অভিসম্পাত থাকে। যাহারা বাল কালে ভালবাসিয়াছ, তাহাদের কয়েকজনের সঙ্গে যৌবনে দেখা সাক্ষাত হয়, কয়জন বাঁচিয়া থাকে? কয়জন ভালবাসার যোগ্য থাকে ? বার্ধক্যে বাল্য-প্রণয়ের স্মৃতি মাত্র থাকে, আর সকলই বিলুপ্ত হয়। কিন্তু সেই স্মৃতি কত মধুর।
বালকমাত্রই কোন সময় না কোন সময় অনুভব করিয়াছে যে, ঐ…
চন্দ্রশেখর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রাপ্তিস্থান :—
কামিনী প্রকাশালয়
১১৫, অখিল মিস্ত্রি লেন, কলিকাতা-১
প্ৰকাশক : শ্রীশ্যামাপদ সরকার
১১৫, অখিল মিস্ত্রি লেন, কলিকাতা – ৭০০ ০০৯
প্রথম প্রকাশ : শ্রাবণ ১৩৯৯
প্রচ্ছদ শিল্পী : শৈলেশ পাল
মুদ্রাকর : তাপস হাটাই
নিউ তুষার প্রিন্টিং ওয়ার্কস্ ২৬ বিধান সরণী
কলিকাতা-৭০০০০৬
মূল্য : বারো টাকা