চেয়ারম্যান গনজালোর সাক্ষাৎকার মুদ্রণের সিদ্ধান্ত আমরা নিয়েছি— কারণ যে ‘অপরাধে-র জন্য তিনি অভিযুক্ত তার রূপরেখা এখানে মূর্ত হয়ে উঠেছে — যা এক বাস্তব শক্তিরূপে পেরুর সাধারণ মানুষের সংগ্রামে বিম্বিত হয়েছে। হাজারো মানুষ একে পেরু তথা মানবজাতির মুক্তির মশাল বলে গ্রহণ করে বন্দুক হাতে নিয়ে প্রাচীনপন্থাকে বিপর্যস্ত করে বিশাল বসুধাকে কম্পিত করে তুলেছে।
চেয়ারম্যান গনজালো, পিসিপি ও সাধারণভাবে মাওপন্থীদের বিরুদ্ধে যে নিন্দা বর্ষিত হয় এই সাক্ষাৎকার তার সংক্ষিপ্ত অথচ অখণ্ডনীয় এক প্রত্যুত্তর। চেয়ারম্যান গনজালো তাঁর পার্টির মতাদর্শ, এর ইতিহাস, এর রাজনীতি, জনযুদ্ধের রণনীতি, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষিত ও পরিস্থিতি এবং তাঁর ব্যক্তিগত উত্তরণের বিবরণ ও ব্যাখ্যা উপস্থিত করেছেন। মাওপন্থী ছাড়াও যাঁরাই পেরুর জনযুদ্ধ সম্বন্ধে ওয়াকিবহাল হতে চান তাঁরা এই কুড়িয়ে পাওয়া ধনভাণ্ডারকে নিবিড়ভাবে অনুশীলন করার আগ্রহ অনুভব করবেন।
এই সাক্ষাৎকার পড়ার পর, তা তিনি যে পন্থার পথিকই হউন না কেন— কারো পক্ষেই এই মহৎ মানুষটির বিশালতা পরিমাপে কোন অসুবিধা হবে না।
যখন আমরা এই সাক্ষাৎকার অধ্যয়ন করবো, তখন আমাদের কাছে এই মানুষটির ইতিহাস আর দর্শনে প্রগাঢ় জ্ঞানের কথা, বাস্তব অবস্থা সম্বন্ধে তাঁর গভীর মূল্যায়নের কথা, সাধারণ মানুষের প্রতি তাঁর সম্পূর্ণ দায়বদ্ধতা এবং বিশ্ব- কমিউনিজম প্রবর্তনে এদের পরাক্রমের ওপর পরিপূর্ণ আস্থার কথা জীবন্ত হয়ে উঠলেই আমরা বুঝতে পারবো কেন পৃথিবীর শাসকশ্রেণী অন্ধভাবে বাতুলের মতো তাঁকে ঘৃণা করে এবং কেন পেরুসহ বিভিন্ন জায়গায় হাজারো জনতা এক অনাবিল আনুগত্যে তাঁকে ভালবাসার আসনে বসিয়ে তাঁর বিপদ প্রতিহত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়।
এই সাক্ষাৎকারে চেয়ারম্যান গনজালোর উপস্থাপিত চিন্তাধারা ভবিষ্যতে বিরাট কিছু সংযোজনের আভাস দেয়। এই উল্লেখযোগ্য সেনানায়ককে ছিনিয়ে নেবার সমস্ত প্রচেষ্টা বিশ্বের নিপীড়িত জনতা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবেন।
এই ব্যক্তিমানুষটির সম্বন্ধে একটি ধারণা গড়ে ওঠার সঙ্গে সঙ্গে আলোচ্য সাক্ষাৎকারটি বর্তমানে তাঁর কারা-অন্তরালে অবস্থানের ব্যাপারটার সঠিক ব্যাখ্যা করতে এবং এই প্রেক্ষিতে কর্তব্য স্থির করতে সাহায্য করে। তাঁর ‘কঠিন পরিস্থিতি’র সায়াহ্ন সমাসন্ন উক্তিটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠে।
বর্তমানে বিশ্বব্যাপী চেয়ারম্যান গনজালো জীবনরক্ষার যে প্রচার অভিযান…
কমরেড গনজালো’র সাক্ষাতকার
পেরুর কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কমরেড গনজালো’র সাক্ষাতকার
লুই আরসে বোরহা ও জানেত্ তালাভারা
অনুবাদ : অরুণ শংকর দাশ
© ঘাস ফুল নদী
ISBN 984-8215-05-0
ঘাস ফুল নদী প্রকাশ : অমর একুশে বইমেলা ২০০০ 
প্রচ্ছদ ও চিত্রণ : মাহবুব কামরান
অক্ষর বিন্যাস: রেসি এন্টারপ্রাইজ
৭২ আজিজ মার্কেট (দোতলা) শাহবাগ ঢাকা- ১০০০
মূল্য : ৭৫ টাকা
প্রকাশক : মাহবুব কামরান, মুনীর মোরশেদ, আমিনা আশরাফ 
ঘাস ফুল নদী
৮৪ আজিজ সুপার মার্কেট : শাহবাগ : ঢাকা-১০০০ 
বাংলাদেশ
 
						 
																					
 
		
		
		
	 
		
		
		
	 
		
		
		
	