মাইকেলের উত্তঙ্গ কবিত্ব-প্রতিভা নিয়ে এ যাবৎ যতটা বিস্তারিত আলোচনা হয়েছে, তাঁর প্রহসন রচনার ক্ষমতা নিয়ে সে পরিমাণ আলোচনা হয় নি৷ অথচ বাংলা সাহিত্যের ইতিহাসে তাঁর স্থান যে কেবল প্রথম প্রহসন রচয়িতা হিসেবে তা নয় ; দীর্ঘকালের পরও আজো তাঁর প্রহসনের ঔজ্জ্বল্য অম্লান ও স্বাদ অপরিবর্তিত রয়েছে।
‘একেই কি বলে সভ্যতা’ ও ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’ গ্রন্থ দু’খানি সম্পাদনা উপলক্ষে বর্তমান পুস্তকে আমরা এই প্রহসনদ্বয় সম্বন্ধে প্রাসঙ্গিক বিস্তৃত আলোচনা সংকলিত করার চেষ্টা করেছি। প্রহসনদ্বয় বোঝার পক্ষে এ আলোচনা বিশেষ করে বাংলার ছাত্রছাত্রীদের পক্ষে নিশ্চয় সহায়ক হতে পারবে। এবং তা হলেই আমাদের শ্রম সার্থক হবে৷
এ গ্রন্থ সম্পাদনার ব্যাপারে আমরা আমাদের শ্রদ্ধাভাজন, শিক্ষক প্রফেসর মুহম্মদ আবদুল হাই ও ডক্টর আনিসুজ্জামানের অকুণ্ঠ আশীর্বাণী লাভ করেছি।
খান ব্রাদার্সের উৎসাহ ছাড়া এত শীঘ্র এ বই প্রকাশ করা যেত না৷
ময়মনসিংহ
পয়লা ফেব্রুয়ারী, ১৯৬৮
মাহবুবুল আলম
গোলাম মুরশিদ
মাইকেলের প্রহসন
[‘একেই কি বলে সভ্যতা’ ও ‘বুড় সালিকের ঘাড়ে রে।” সহ বিস্তৃত আলোচনা]
সম্পাদনা : মাহবুবুল আলম
অধ্যাপক, বাংলা বিভাগ,
সরকারী তিতুমীর কলেজ, ঢাকা
এবং
গোলাম মুরশিদ
অধ্যাপক, বাংলা বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
পরিবেশক : খান ব্রাদাস” এ্যাণ্ড কোম্পানি
৬৭, প্যারী দাস রোড, ঢাকা – ১
প্রকাশক : কে. এম. ফারুক খান
৬৭, প্যারী দাস রোড, ঢাকা-১
(সর্বস্বত্ব প্রকাশকের)
দ্বিতীয় সংস্করণ : ১৯৭৬
প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী
মুদ্রাকর : শেলী প্রেস
৫৮ প্যারীদাস রোড, ঢাকা-১
মূল্য : দশ টাকা মাত্ৰ