ভূ মি কা
বাংলার বিদ্বজ্জন ও যিদ্বসভা সম্বন্ধে কয়েকটি প্রবন্ধের সমস্টি হলো ‘বাংলায় বিদ্বৎসমাজ ’গ্ৰন্থ। বিশ্বভারতী পত্রিকা, চতুরঙ্গ, এক্ষণ প্রভৃতি পত্রিকায় কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। প্রবন্ধগুলির রচনাকাল বাংলা ১৩৬২ সন থেকে ১৩৭৮ সন পর্যন্ত বিস্তৃত। ‘বিদ্যা বিদ্বান বিদ্যালয় বিদ্যার্থী বিদ্রোহ’ নামে এই গ্রন্থের শেষ রচনাটি ‘এক্ষণ’ পত্রিকায় প্রকাশিত হয় ১৩৭৮ সনে। দীর্ঘ সতের-আঠার বছরের ব্যবধানে রচিত বিভিন্ন প্রবন্ধের মধ্যে কিছু পুনরাবৃত্তি ঘটতে পারে, ঐতিহাসিক তথ্যের ও যুক্তির, যদিও প্রত্যেকটি প্রবন্ধ সম্পাদনকালে যথাসম্ভব সেই ত্রুটি সংশোধন করার চেষ্টা করেছি। ব্রিটিশ আমলে উনিশ শতকে আধুনিক যুগের বাঙালী বুদ্ধিজীবীর বিকাশকাল থেকে বর্তমানকাল পর্যন্ত বাংলার বিদ্বৎসমাজের নানাবিধ সমস্যা, সামাজিক চরিত্র ও ঐতিহাসিক ভূমিকার বিশ্লেষণ করা এই গ্রন্থের লক্ষ্য।
নববর্ষ ১৩৮০
বিনয় ঘোষ
কলিকাতা ৩২
বাংলার বিদ্বৎসমাজ
বিনয় ঘোষ
প্রথম সংস্করণ : বৈশাখ ১৩৮০
এপ্রিল ১৯৭৩
প্রকাশক : ঐশচীন্দ্রনাথ মুখোপাধ্যায়
প্রকাশ ভবন, কলিকাতা ১২
প্রচ্ছদপট : শ্রীসুধাময় দাশগুপ্ত
মুদ্রক : শ্রীগোপালচন্দ্র ঘোষ
শ্ৰীকৃষ্ণ প্রেস
৬, শিবু বিশ্বাস লেন, কলিকাতা ৬
© বিনয় ঘোষ
মূল্য : সাত টাকা পঞ্চাশ পয়সা