বর্তমান বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর কাতারে বাংলাদেশের স্থান। দরিদ্র এই দেশের অধিকাংশ মানুষ যে জীবন যাপন করছে তাকে কোনোমতেই মানবিক বলা যায় না৷ অথচ এই পশ্চাৎপদ দরিদ্র দেশের মানুষ মুক্তির আকাঙ্ক্ষায় যে মহৎ সংগ্রামে অবতীর্ণ হয়েছিল তা’ একদিন সারা দুনিয়ার সশ্ৰদ্ধ মনোযোগ আকর্ষণ করেছিল। বাংলাদেশের স্বাধীনতার পর আজ দশ বছর কেটে গেছে, কিন্তু আকাঙ্ক্ষিত মুক্তির স্বাদ তো মানুষ পায়ইনি বরং চারিদিকের অন্ধকার হয়েছে আরো গভীর। দেশ ও সমাজের এই দুর্দশার প্রকৃত কারণগুলো আজ আমাদের সকলকে গভীরভাবে তলিয়ে দেখতে হবে। কোন শৃঙ্খলে বাঁধা পড়ে আছে বাংলা- দেশের অর্থনীতি তা’ ভালোভাবে উপলব্ধি ছাড়া শৃঙ্খল মোচনের সংগ্রাম প্রকৃত অর্থে বলবান হয়ে উঠতে পারে না।
উপনিবেশবাদের অবসানের পর সাম্রাজ্যবাদ নয়া-ঔপনিবেশিক শোষ- ণের রূপ নিয়েছে। প্রত্যক্ষভাবে বিদেশী শাসক আজ আর উপস্থিত নেই বটে, কিন্তু সাম্রাজ্যবাদী শোষণের অদৃশ্য শৃঙ্খলে বাঁধা পড়ে আছে তৃতীয় বিশ্ব। সাম্রাজ্যবাদের এই নয়া-ঔপনিবেশিক শোষণের একটি আন্তর্জাতিক রূপ রয়েছে, আবার প্রত্যেক পশ্চাৎপদ দেশে তার একটি প্রত্যক্ষ বাস্তব রূপও রয়েছে। বাংলাদেশের বিদ্যমান অর্থনীতির নিরিখে সাম্রাজ্যবাদী শোষণের বাস্তব চেহারাটি উন্মোচনের প্রয়াস নিয়েছেন মাহবুব জামান ও অজয় দাশগুপ্ত বর্তমান এই গ্রন্থে।
আমাদের দেশ আজ পরোক্ষ সাম্রাজ্যবাদী শোষণ তথা অদৃশ্য নয়া- ঔপনিবেশিক শৃঙ্খলে শৃঙ্খলিত হয়ে পড়েছে। এখন সাম্রাজ্যবাদী শক্তি…
– প্রকাশক
ভারতে কম্যুনিজম
১৯২০-১৯৮৬
(জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে দেখা সংক্ষিপ্ত ইতিহাস)
অমলেন্দু ঘোষ
প্রকাশক : শ্রীরথীন্দ্রনাথ বিশ্বাস
পূর্ণ প্ৰকাশন
৮এ, টেমার লেন, কলিকাতা – ৭০০ ০০৯
প্রথম প্রকাশ : সেপ্টেম্বর, ১৯৮২
প্রচ্ছদ : শ্রী বিমল পাল
মূল্য : ত্রিশ টাকা মাত্র
শ্রী কিবনাথ ঘোষ : · নিউ জিয়গর, প্রিন্টার্স
৩৩/ডি, মীন মিল, কলিকাতা