জগৎ সম্বন্ধে বৈজ্ঞানিক দৃষ্টি
সবাদ হল আমাদের এই জগৎ এবং তারই অংশ মানবসমাজ – সম্বন্ধে সাধারণ তত্ত্ব। এর নামকরণ হয়েছে কার্ল মার্কসের (১৮১৮- (১৮৮৩) নাম অনুসারে। মার্কস ফ্রেডারিখ এঙ্গেলসের সঙ্গে একযোগে বিগত শতাব্দীর মধ্য ও শেষভাগে এই তত্ত্বকে রূপায়িত করেন৷
সেখানে কিভাবে এসে মারবসমাজ বর্তমানে যে অবস্থায় আছে পৌঁছেছে, সমাজে পরিবর্তন কেন হয় এবং ভবিষ্যৎ মানুষের ইতিহাসে কি কি পরিবর্তন দেখা দেবে- এইসব প্রশ্নের উত্তর তাঁরা খুঁজেছিলেন। অনুসন্ধানের ফলে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হন যে সামাজিক পরিবর্তনগুলি কোনো আকস্মিক ব্যাপার নয়। সেগুলিও বহিঃপ্রকৃতির ” পরিবর্তনের মতো কতকগুলি নিয়ম অনুসারে ঘটে। এই সত্যের ভিত্তিতেই সম্ভব হয়। এই তত্ত্ব সমাজ সম্বন্ধে বিজ্ঞানসম্মত তত্ত্ব খাড়া করা মানুষের বাস্তব অভিজ্ঞতার বনিয়াদের উপর প্রতিষ্ঠিত। ধর্মবিশ্বাস, জাতি (race), বীরপূজা, ব্যক্তিবিশেষের অভিরুচি, আকাশ- কুসুমের স্বপ্ন ইত্যাদির ভিত্তিতে গাবে যেসব অস্পষ্ট ধারণা এতদিন প্রচলিত ছিল এবং এখনও আছে— মার্কসীয় ন্তু সে-সবগুলির বিরোধী।
সমাজ সম্বন্ধে মার্কস-সেই সাধারণ তাকে তাঁর সমসাময়িক সমাজের বিশেষ করে পুঁজিবাদী ব্রিটেনের ক্ষেত্রে প্রয়োগ করেন। এইভাবেই পুঁজিবাদ সম্বন্ধে কিন্তু মার্কস সর্বদাই এই দৃঢ় তাঁর বিশ্ববিদাত মৃতত্ত্বের অভিমত প্রকাশ করেছেন যে তাঁর অর্থনৈতিক তত্ত্বকে তাঁর ঐতিহাসিক সৃষ্টি হয়।
ও সামাজিক তত্ত্বের থেকে কোনমতে পৃথক করা চলে না৷
মুনাফা…
মার্কসবাদ
এমিল বার্নস
চলন্তিকা বইঘর
১৪, বাংলাবাজার, ঢাকা -১
What is Marxism by
Emil Burns
২য় মুদ্রণ : বাংলাদেশ ১৩৮০
প্রকাশক : মো. উ. ভূঞা
চলন্তিকা বইঘর
১৪, বাংলাবাজার, ঢাকা – ১
মুদ্রকঃ হরফ মুদ্রায়ণ
শহীদ হারুণ সড়ক (বি, সি, সি রোড),৮৭, ঢাকা -৩
মূল্য : এক টাকা পঞ্চাশ পয়সা