যাত্রা হলো শুরু
১৯৫২ সাল। আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ কাল। ৪ বছর আগে ১৯৪৮ সালে প্রথম ভাষা আন্দোলনের যে বীজ অঙ্কুরিত হয়েছিল ছাত্র যুবকদের মনে এই সময়ে তা মহীরুহের আকার ধারণ করতে সক্ষম হয়। শহর বন্দর গ্রাম, স্কুল কলেজ, হাট বাজার—সর্বত্রই ছড়িয়ে পড়ে আন্দোলন—‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। গোটা পূর্ব বাংলা নাড়া খায়, নাড়া খায় গোটা দেশের মানুষ। এর ফলে বাংলা ভাষাভাষী মানুষের চেতনায় আসে পরিবর্তন। যাত্রা শুরু হয় নতুন পথে৷
“মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র’ এই বক্তব্যের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠার পর পুঁজিবাদ, সামন্তবাদের প্রতিভূ সাম্রাজ্যবাদের তাবেদার … মুসলিম লীগের শাসন কায়েম হয় হাজার মাইল ব্যবধানে অবস্থিত দুই ভূখণ্ডের দেশ—পাকিস্তানে । নতুন দেশে গণতন্ত্রহীন পরিবেশে বামপন্থীদের পীড়ন ছাড়াও মুসলিম লীগ শাসকরা জাতিগত নিপীড়নের পথ অনুসরণ করতে থাকে। পাকিস্তানের বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীকে অধিকার থেকে বঞ্চিত করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আঘাত হানা হয় ভাষার উপর। ১৯৪৭ সালের ডিসেম্বরের প্রথম দিকে পাকিস্তানের প্রথম শিক্ষা সম্মেলনে উর্দুকে সরকারী ও শিক্ষার ভাষা করার প্রস্তাবের প্রতিবাদে ৬ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সভার মধ্য দিয়ে ভাষা আন্দোলনের কার্যত সূত্রপাত হয়। পরের বছর ভাষার প্রশ্নে পূর্ব বাংলায় তীব্র আন্দোলন গড়ে উঠে। ফেব্রুয়ারী-মার্চে কয়েকদফা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট, সাধারণ ধর্মঘট পালন, সেক্রেটারিয়েট-এসেম্বলি ঘেরাও, গ্রেফতার-নির্যাতনের পর ১৫ই মার্চ পূর্ব বাংলার প্রধান মন্ত্রী খাজা নাজিম উদ্দিন প্রদেশের সরকারী ভাষা হিসেবে বাংলাকে স্বীকার করে নিতে বাধ্য হন। ছাত্র আন্দোলনের এই প্রাথমিক বিজয়ের পরও জিন্নাহ সাহেব রেসকোর্স ও কার্জন হলে উর্দু রই স্বপক্ষে বক্তব্য হাজির করেন। ফলে আন্দোলন না থেমে সামনে…
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংক্ষিপ্ত ইতিহাস
নিতাই দাস
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন : সংক্ষিপ্ত ইতিহাস
BANGLADESH STUDENTS UNION: SHORT HISTORY-BY-NITAI DAS
প্রথম প্রকাশ : ৪ঠা কার্তিক ১৩৯১
২১শে অক্টোবর ১৯৮৪
প্রকাশক : দিলওয়ার হোসেন
রঞ্জন কর্মকার
প্রচ্ছদ : কাজী হাসান হাবিব
কৃতজ্ঞতা স্বীকার : স্বপন বিশ্বাস, ডাঃ মাহবুব
সাকিনা বানু সাকী, মৌসুমী দাশ পুরকায়স্ত
মুদ্রক : প্যাপিরাস প্রেস
১৫৯, আরামবাগ, ঢাকা-২
মূল্য : সাত টাকা