সুদীর্ঘ ত্রিশ বত্রিশ বছর পূর্ব হইতে বইটির পাণ্ডু লিপি লিখতে শুরু করি, এক একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে, তাকে ভিত্তি করে ঘটনাটি লিপিবদ্ধ করতে থাকি৷ তখন ঘটনাগুলি অনেক জীবন্ত হয়ে ফুটে উঠেছিল। এভাবে লিখা গুলি জমতে থাকে এবং ১৯৬৭/৬৮ সালের দিকে পাণ্ডু লিপি খানি পুর্নাঙ্গ রূপ ধারণ করে। এই পাণ্ডু লিপি সহ আমার একটা প্রায় পূর্ণাঙ্গ লাইব্রেরী গোপনে জমা রেখেছিলাম চট্টগ্রাম জিলার উত্তর কাটুলী নামক এক গ্রামে আমার পুত্র বধুর পিশাত ভাই শ্রীমান ননী গোপালদের বাড়ীতে। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তারা বাড়ী ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সুযোগে আলবদর রাজাকাররা বাড়ীটির অস্থাবর জিনিষপত্র লুট করে নিয়ে যাবার সময় আমার বই এর বিরাটাকৃতির (তিন হাত লম্বা X দেড় হাত গ্রস্থ) ষ্টীল-এর ট্রাঙ্কটিও নিয়ে যায় এবং পরবর্তী সময়ে ভয়ে বই সমেত সমস্ত কাগজ পত্র, দলিল ও পাণ্ডু লিপি খানি পানিতে ফেলে নষ্ট করে দেয়৷ ফলে বইটি সম্পূর্ণ নতুন করে লিখতে হয়। তাতে লিখা গুলি পূর্বের ন্যায় জীবন্ত হয়ে উঠেনি, বিশেষ করে সব কথা ও ঘটনা স্মৃতিতেও ধরে রাখা সম্ভব হয়নি। ফলে ভুল ভ্রান্তি হওয়াটা খুবই স্বাভাবিক। কোন গুরুতর ভুল ভ্রান্তির বিষয়ে সহৃদয়- পাঠকগণের সহযোগিতা পেলে দ্বিতীয় সংস্করণে তা অবশ্যই সংশোধন করা হবে।
যাদের অক্লান্ত শ্রম ও আন্তরিক সহযোগিতা না পেলে বইটি ছাপার অক্ষের রূপ পেতো না, তারা হলেন- পরম স্নেহাস্পদ অধ্যাপক হিরন্ময় চক্রবর্ত্তী ও শ্রীমান মিন্টু মিত্র। তারা দুইজনে কঠোর পরিশ্রম করে পাণ্ডুলিপিটি আগা- গোড়া দেখে দিয়েছেন।
সর্বশেষে যথা সম্ভব রুচিসম্মত ছাপা, প্রুফ দেখা, অঙ্গসজ্জা ইত্যাদি বিষয়ের সামগ্রিক দায়িত্ব নিষ্ঠার সহিত পালনে বন্ধুবর আলমগীর মজুমদার ও ইয়ান এর অবদান কোন অংশে কম নয়। তাদেরে জানাই অশেষ ধন্যবাদ।
শত ইচ্ছা ও আগ্রহ থাকা সত্ত্বেও বইটি পূর্ণাঙ্গ সুন্দর ও রুচি সম্মত করে ছাপা সম্ভব হল না। মূলতঃ ছাপার খরচ অত্যধিক বৃদ্ধি পাওয়ার জন্য। হাজারো ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও বইটি পাঠ করে পাঠকবর্গ যদি সামান্যতম উপকৃত ও আনন্দ পান তাহলেই আমার শ্রম সার্থক হবে।…
– লেখক
ৰাইশ বছরের গোগন জীবন
গল্পের চেয়েও রোমাঞ্চকর
দেবেন সিকদার
প্রকাশকাল : বৈশাখ-১৩৯০ বাঙলা, মে—১৯৮৩ ইংরেজী
প্রকাশক : বিপ্লব বিজয় রায়
বুল বুল প্রকাশনী
কুমিরা, চট্টগ্রাম
প্রচ্ছদ : পাশা ভাই, ঢাকা
মুদ্রণে : আইডিয়েল প্রিন্টিং প্রেস
১৯. শেখ সাহেব বাজার, ঢাকা – ৫
বাঁধাই : মডার্ণ বুক বাইণ্ডার
উত্তর যুগদ। পাড়া ডাক: বাসাবো ঢাকা- ১৪
পরিবেশক : ফজলুর রহমান
গোপালপুর রাজশাহী
বিনিময় মূল্য : নিউজপ্রিন্ট- বিশ টাকা
সাদা : ত্রিশ টাকা