পাণ্ডুলিপি কথকতা
সাহিত্য সংকলন গতানুগতিক ভাৰপ্ৰবাহ মুক্ত সচেতন অনুভব প্রকাশের স্বতন্ত্র প্রয়াস। সত্য সুন্দর ও কল্যাণের প্রশস্ত সড়কে যাঁরা পুঞ্জীভূত সমস্যায় আশা নিরাশার দ্বন্দে দ্বন্দিত : গুমড়ানো যন্ত্রণার কথা প্রকাশ ব্যাপারে অনিশ্চিত ভয়ে ভীত, সন্ত্রস্ত ও দ্বিধাগ্রস্থ — অথচ নগ্নতা কুশ্রীতার ভেতর থেকেও জীবন সত্যের মুখোমুখী ; নতুনত্বের আগুন জ্বালিয়ে চোরাগলি চোরারাস্তার দিগন্তে পা বাড়াতে প্রস্ততে ; বিধ্বস্ত জ্বলন্ত বাগানে সোনালি ফুলের স্বপ্নে বিশ্বাসী— এ’ পাণ্ডুলিপি’ সেই সব তরুণতম ভাবনা বেদনারই যন্ত্রণার পাণ্ডুলিপি। তাই নতুন চেতনায় উদ্বুদ্ধ যে কোন নতুন কলমের প্রচেষ্টাই ‘পাণ্ডুলিপি’র পাতায় সাদরে আমন্ত্রিত । এ ‘পাণ্ডুলিপি’ প্রথম বর্ষ বাংলা অর্নাসের ছাত্র-ছাত্রী-গঠিত সাহিত্য গোষ্ঠীর অনুপম সংকলন ৷ এ সাহিত্য গোষ্ঠী ও সংকলন, দূর দূরান্ত থেকে আগত ভাইবোনদের একাত্ম বিশ্বাসে এক দিগন্তে দাঁড়াবার প্রণয় সেতু। একে টিকিয়ে রাখার দায়িত্ব প্রতিটি সংস্কৃতমনা ভাই বোনের ! ‘পাণ্ডুলিপি’ পরিস্থিতির প্রতিকূল আবহাওয়ার বিঘ্নতায় ঘোষণানুযায়ী প্রকাশ পায়নি অনিচ্ছাকৃত বিলম্বে আমরা দুঃখিত, ব্যথিত। বিপন্ন ঝড়ো সময়েও সতীর্থ, সহকর্মী সহকর্মী ও সুধীজনদের যে আন্তরিক সহযোগিতা, সহানুভূতি এবং প্রেরণা সর্বক্ষণ নতুন পদক্ষেপ যুগিয়েছে—তা গভীর আশ্বাসবাহী। ‘পাণ্ডলিপি’তে প্রকাশ আকাংখায় অনেক লেখা পেলেও—সব প্রকাশ পেল না ৷ এজন্য হতাশ বা আত্মবিশ্বাস হারাবার কারণ নেই। কিছু মনোনীত লেখাও স্বপ্নায়তন ‘পাণ্ডুলিপি’র কৃপণতায় আগামী সংখ্যার জন্য মনোনীত হয়ে রইল। আর সে সংখ্যা ব্যাপক প্রস্ততিতে আরো সুন্দর, আরো ফুলে-ফলে পল্লবিত করার আশা আছে। এজন্য ১৫ই জৈষ্ঠ্যের মধ্যে নতুন লেখা সম্পাদকের ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচেছ ।
পাণ্ডুলিপি
মাহমুদ আবু সাঈদ সম্পাদিত
দিগন্ত দিশারী সাহিত্য গোষ্ঠী
প্রকাশকাল : প্রথম সংখ্যা, বৈশাখ ১৩৭৬
বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
রমনা ঢাকা থেকে প্রকাশিত ও দি গ্লোরী প্রিন্টিং ওয়ার্কস ৬. নম্বর রমাকান্ত নন্দী লেন, (পাটুয়াটুলী) ঢাকা ১ থেকে মুদ্রিত
দাম : ষাট পয়সা