প্রিয় কমরেডগণ,
সন্মানিত বিদেশী অতিথিবৃন্দ,
১৯১৭র সেই অবিস্মরণীয় দিনগুলোর পর, কিংবদন্তি সদৃশ যে দিনগুলো সূচিত করেছিলো সমাজ প্রগতির তথা মানবজাতির প্রকৃত ইতিহাসের নতুন যুগ, অতিক্রান্ত হয়েছে সত্তরটি বছর অক্টোবর বিপ্লব প্রকৃতই মানবজাতির উজ্জ্বল মুহূর্ত, তার আলোকোজ্জ্বল প্রত্যূষ অক্টোবর বিপ্লব জনগণের জন্য ও জনগণের বিপ্লব, প্রতিটি ব্যক্তির জন্য তার বন্ধন মুক্তি ও বিকাশের জন্য বিপ্লব।
বিশ্ব সভ্যতার শতাব্দী শতাব্দীব্যাপী অভিযাত্রায় সত্তর বছর এক দীর্ঘ সময় নয়। কিন্তু অক্টোবর বিপ্লবের জয়ের পর থেকে আমাদের দেশ যে-বিপুল সাফল্য অর্জন করেছে, সেগুলোর আকারের বিচারে এই সময়- টির ন্যায় অন্য কোনো কালপর্ব ইতিহাসে দেখা যায়নি।
নিজের সকল শক্তি, উদ্যম, জ্ঞান ও সামর্থ্য নিয়োজিত করে অক্টোবর বিপ্লবের আদর্শ ও লক্ষ্যের সাফল্যের পথিকৃৎ হওয়ার মতো বড় সম্মান আর নেই।
আজকের এই জয়ন্তী একটি গর্বের মুহূর্ত। যা অর্জিত হয়েছে তার জন্য গর্ব। আমাদেরকে কঠোর পরীক্ষা দিতে হয়েছে। এবং আমরা কৃতিত্বের সঙ্গে তাতে উত্তীর্ণ হয়েছি। আমরা নিছক এগুলোর আঘাত সহ্যই করিনি, উপরন্তু দেশকে বিশৃঙ্খলা ও পশ্চাৎপদতা থেকে তুলে এনেছি, এবং জীবনকে রূপান্তরিত করে ও মানুষের আন্তরজগতকে আমূল পাল্টে দিয়ে দেশকে এক পরাক্রমশালী শক্তিতে পরিণত করেছি।
বিংশ শতাব্দীর নিষ্ঠুরতম লড়াইয়ে আমরা আমাদের নিজস্ব জীবন- ধারা অধিকারকে রক্ষা করেছি, রক্ষা করেছি আমাদের ভবিষ্যৎকে।
আমাদের এই ঘটনায় গর্বিত হওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে যে আমা দের বিপ্লব, আমাদের শ্রম ও সংগ্রাম চলেছে এবং আন্তর্জাতিক কর্মকাণ্ডের…
অক্টোবর ও পুনর্গঠন বিপ্লব চলছেই
মিখাইল গরবাচেভ
বাংলাদেশ-সোভিয়েত মৈত্রী সমিতি
প্রকাশক : আব্দুল মান্নান খান
বাংলাদেশ সোভিয়েত মৈত্রী সমিতি
২৭২, এলিফ্যান্ট রোড, ঢাকা
মুদ্রণে : দিগন্ত প্রেস
২৪, বংশাল রোড, ঢাকা-১৫০০
মূল্য : ২০ টাকা
Reviews
There are no reviews yet.