মাষ্টারদার শেষ বাণী
“আদর্শ এবং ঐক্যই আমার বিদায়ের বাণী। ফাঁসীর রজ্জু আমার মাথার উপর ঝুলছে। মৃত্যু আমার দুয়ারে আঘাত হানছে। মন আমার অনন্তের পানে ছুটে চলেছে। এটিই আমার সাধনার সময়। মৃত্যুকে বন্ধু রূপে আলিঙ্গন করার এই মুহু ত্রুটি বিগত স্মৃতিকে রোমন্থন করার সময়। আমার প্রিয়তম ভাই-বোনেরা, তোমাদের সেই সুমধুর স্মৃতি আমার অন্তরের স্মৃতিকে উদ্দীপ্ত করেছে, আমার এই গভীর আনন্দময় মুহু ত্রুটিকে উল্লসিত করে তুলেছে। একটি স্বপ্নই শুধু আমার মনকে আলোড়িত করেছে—মনোমুগ্ধকর স্বাধীন ভারতের স্বপ্ন। সমস্ত জীবন ভরে গভীর নিষ্টা ও ঐকান্তিকতা নিয়ে পাগলের মত একে সার্থক করতে ছুটে চলেছি—জানিনা কত দিনে আমার স্বপ্ন সত্যে পরিণত হবে। আজ যাত্রা শেষের দিনে তোমাদের কাছে আহ্বান রেখে যাচ্ছি এই কাজ তোমরা অবিরাম চালিয়ে যাও। আমাদের স্বপ্ন সার্থক হবার আগে থামবেনা। যদি অভীষ্ট সিদ্ধির আগেই মৃত্যুর করলি হাত তোমাদের ছিনিয়ে নিয়ে যায় তবে আজ আমি যেমন করে যাচ্ছি তোমরা তোমাদের ভাইদের উপর কাজের ভার দিয়ে যেও।…
অগ্নিযুগের অগ্নিদিন
আঠারই এপ্রিল
অগ্নিযুগের মাষ্টারদা সূর্যসেনের ব্রোঞ্জমূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে প্রকাশিত স্মরণিকা
বাংলাদেশ সূর্যসেন স্মৃতি রক্ষা সংসদ
১৯৭৫ সাল
সম্পাদক : ম. আ. আওয়াল
সদস্য : শ্রী অরুণ দাস গুপ্ত
শ্রী সুভাষ দে
শ্রী রানা দাস গুপ্ত
মাহবুবুল হক
প্রচ্ছদ অঙ্কনে : শ্রী চন্দ্র শেখর দে
অঙ্গ সজ্জা : শ্ৰী সোমেন দাশ সাইফুল আলম হেলাল
বাংলাদেশ সূর্যসেন স্মৃতি রক্ষা সংসদের পক্ষে শ্রী কালীপদ চক্রবর্তী কর্তৃক প্রকাশিত এবং প্রচার সম্পাদক শ্রী পুলিন দে কর্তৃক প্রচারিত, মুদ্রণে : কোহিনূর ইলেকট্রিক প্রেস।