ভারত উপমহাদেশে বিংশ শতাব্দীতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ-বিরোধী যে সশস্ত্র বিপ্লববাদী লড়াই-সংগ্রাম সংগঠিত হয় এবং যার ধারাবাহিকতায় ভারত স্বাধীন হয়, তার মূলে যে সকল বিপ্লবী রয়েছেন, তাদের মধ্যে ঢাকার সতীশ পাকড়াশী অন্যতম। অগ্নিযুগের বিপ্লবী আন্দোলনের সূচনা থেকেই অনুশীলন, যুগান্তর প্রভৃতি বিপ্লবী দলের সঙ্গে তিনি শৈশবে যুক্ত হয়ে পড়েন। ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে দেশমাতৃকাকে মুক্ত করার জন্য তিনি সারা জীবন বিপ্লবী কর্মযজ্ঞে নিয়োজিত ছিলেন। ক্ষমতালাভ বা কোনো প্রকার ব্যক্তিস্বার্থের ধ্যান-ধারণা তার মধ্যে ছিল না। সতীশ পাকড়াশী জীবনের ৩২টি বছর জেলে কাটিয়েছেন এবং ১১ বছর ছিলেন আত্মগোপনে।
১৯৩৮ সালে আন্দামান জেল থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর তিনি সরাসরি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হয়ে শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার লড়াই-সংগ্রামে নিজেকে নিয়োজিত করেন। আদর্শের রাজনীতি বাস্তবায়নের জন্য কিভাবে লড়াই করতে হয়, তার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
বিপ্লবী জীবন, জেল জীবন ও কমিউনিস্ট জীবনের ইতিহাস নিয়ে সতীশ পাকড়াশী ‘অগ্নিযুগের কথা’ নামে বই লেখেন। বইটি ১লা বৈশাখ ১৩৭৮-এ অপর বাংলা থেকে প্রকাশিত হয়। বইটির বেশ কয়েকটি মুদ্রণ বের হয়।
ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষদর্শী বিপ্লবী সতীশ পাকড়াশী। ‘অগ্নিযুগের কথা’ বইয়ে তিনি তুলে ধরেছেন স্বাধীনতা সংগ্রামের নানা ঘটনাপ্রবাহের বিষয়বস্তু।
বইটির গুরুত্ব বিবেচনা করে ‘বিপ্লবীদের কথা প্রকাশনা’ প্রথম মুদ্রণ প্রকাশ করছে।
শেখ রফিক
নভেম্বর ২০১৪
অগ্নিযুগের কথা
সতীশ পাকড়াশী
প্রকাশক : বিপ্লবীদের কথা প্রকাশনা
২ কমরেড মণি সিংহ সড়ক, মুক্তি ভবন নিচ তলা
(কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়) পুরানা পল্টন, ঢাকা-১০০০
সেল: ০১৭২৬-১২৩৫৫০
স্বত্ব : বিপ্লবীদের কথা
প্রকাশকাল : নভেম্বর ২০১৪
প্রচ্ছদ : মেহেদী বানু মিতা
আইএসবিএন : ৯৭৮-৯৮৪-৯১২৫৬-৬-২
মূল্য : ২৫০ টাকা
ই-বুক মূল্য : ৪০ টাকা