গ্রন্থ-পরিচিতি
বর্তমান ভারতের যাঁরা নির্মাতা, . তাঁদের মধ্যে মওলানা আবুল কালাম আজাদ অন্যতম। কৈশোর থেকেই তাঁর দেশ-সেবার সাধনা সুরু হয় এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অক্লান্তভাবে দেশকে সেবা করে গিয়েছেন।
প্রায় বারো বছর অন্তরঙ্গভাবে তাঁর সঙ্গে কাজ করে তাঁর স্নেহ লাভ করবার সৌভাগ্য আমার হয়েছিল। তাঁর চরিত্রের বহু মহৎ গুণের মধ্যে আমাকে সবচেয়ে বেশী আকর্ষণ করেছিল তাঁর বুদ্ধির অনাবিল শুভ্রতা, যে কোন প্রশ্নের সমস্ত দিক বিবেচনা করবার তাঁর অসাধারণ ক্ষমতা এবং সর্বোপরি তাঁর অনমনীয় সুবিচার ও ন্যায়পরায়ণতা। পৃথিবীর অনেক মনীষীর সঙ্গে আলাপ করবার সুযোগ আমি পেয়েছি, কিন্তু মওলানা আজাদের মধ্যে মুক্তবুদ্ধি ও তীক্ষ্ণ মনীষার যে সমন্বয় দেখেছি, তার তুলনা সহজে মিলবে না। ব্যক্তিগত পছন্দ অপছন্দকে তিনি যেভাবে অগ্রাহ্য করতেন এবং মতের বিরোধ সত্ত্বেও ব্যক্তিগত সম্বন্ধকে প্রীতি-মধুর করে তুলতে পারতেন, তা সত্যি বিস্ময়কর। বহুবার তাঁর মতের বা কাজের সমালোচনা করে দেখেছি যে, তাঁর মনোভাবের বিন্দুমাত্র ব্যতিক্রম হয়নি। সমস্ত সমালোচনাকে তিনি যুক্তিতর্ক দিয়ে খণ্ডন করতে চেষ্টা করেছেন, কোন কোন ক্ষেত্রে সমালোচনার ফলে নিজের মত বদলিয়েছেন, কিন্তু তার ফলে তাঁর সহৃদয়তা ও প্রীতির বিন্দুমাত্র তারতম্য ঘটেনি।
তীক্ষ্ণ মনীষা ও মুক্ত বুদ্ধির অধিকারী ছিলেন বলে মওলানা আজাদের মধ্যে কখনো একদেশদর্শিতা বা গোঁড়ামির পরিচয় মিলত…
আবুল কালাম আজাদ
ঋষি দাস
ওরিয়েন্ট বুক কোম্পানি
কলিকাতা – ১২
প্রকাশ : ১৫ই আগস্ট ১৯৫৮
দাম : দশ টাকা
৯, শ্যামাচরণ দে স্ট্রীট হইতে শ্রী প্রহ্লাদকুমার প্রামাণিক কর্তৃক প্রকাশিত, ১৫এ, ক্ষুদিরাম বোস রোড কলিকাতা সাধারণ প্রেস প্রাইভেট লিমিটেড হইতে ধনঞ্জয় প্রামাণিক কর্তৃক মুদ্রিত।