আর্কাদি গাইদার ও তাঁর বই
আমাদের যুগটা জনগণের প্রবল আন্দোলন ও বৃহৎ ঐতিহাসিক কর্মকাণ্ডের। এই যুগটার দাবি অভূতপূর্ব মানবিক শক্তির, বিশেষ এক জাতের লেখকেরও জন্ম দিয়েছে তা- এদের জীবন ও রচনা একসূত্রে গাঁথা। সাহিত্য তাঁদের নিজের বীর্যলব্ধ সকঠোর নিয়তির সঙ্গে অবিচ্ছিন্ন।
জাহাজ যখন সমুদ্র পাড়ি দেয়, তখন তার গলাইয়ে বসে সবচেয়ে দূরদর্শী। একাগ্র দৃষ্টিতে সে চেয়ে থাকে দূরে, দেখে, নজর রাখে। সবচেয়ে অভিজ্ঞ ও বিচক্ষণেরা পায় সে কাজের ভার৷
আগের কালে যখন রওনা দিত অশ্বারোহী বাহিনী, তখন তাদের আগে আগে যেত আগ, সওয়ার, গন্তব্যের অজানা পথ-ঘাটের খবর নিত সে, বলা হত তাকে গাইড, রূশীতে গাইদার।
গাইদার – আর্কাদি পেত্রভিচ গলিকভ নিজেও ছিলেন ঠিক তেমনি খরদৃষ্টি, তাঁর সাহিত্যের বন্ধ বাহিনীর পথপ্রদর্শক, অগ্রপথবেক্ষক। এই গমগমে, বহ,ব্যঞ্জক সাহিত্যিক ছদ্মনামটি তিনি অকারণে বাছেন নি।
লেখক ও মানুষ হিসেবে আর্কাদি পেত্রভিচ গাইদার ছিলেন তাঁর বিপ্লবী মাতৃভূমির প্রকৃত সন্তান, তাঁর চিরজীবনের প্রতিজ্ঞা ছিল, জনগণের রক্তে স্নাত, ঘামে ও অশ্রুতে অভিষিক্ত, শ্রমে ও রণে অর্জিত যে সৌভাগ্য, তা কখনোই বিসর্জন দেওয়া চলবে না।
জন্ম তাঁর ১৯০৪ সালের ৯ই ফেব্রুয়ারি, গভ শহরে। শিগগিরই সেখান থেকে গলিকভ পরিবার উঠে যায় আরজামাসে। তাঁর যখন দশ বছর বয়স, তখন পিতা তাঁর শিক্ষকতা ছেড়ে সৈন্য হয়ে অর্কেস্ট্রার ঝঞ্ঝনায়, দামামার গুরু গরুতে…
ইশকুল
আর্কাদি গাইদার
রাদুগা প্রকাশন
মস্কো
অনুবাদ : মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়
অঙ্গসজ্জা: ইয়ে. শ,কায়েভ
А. Гайдар ШКОЛА
На языке бенгали
দ্বিতীয় সংস্করণ
বাংলা অনুবাদ : প্রগতি প্রকাশন ১৯৭৪
সোভিয়েত ইউনিয়নে মুদ্রিত
ISBN 5-05-002198-7
১৭, জুবোভস্কি বুলেভার
মস্কো ১১৯৮৫৯
সোভিয়েত ইউনিয়ন
‘Raduga’ Publishers
17, Zubovsky Boulevard Moscow 119859, Soviet Union