তৃতীয় সংস্করণের ভূমিকা
মানবেন্দ্রনাথ রায়ের (এম. এন. রায় নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন) ‘দি হিস,টোরিকাল রোল অব ইসলাম’ গ্রন্থের অনুবাদ করি ১৯৪৫/৪৬ সনে আমি তখন কৃষ্ণনগর কলেজে অধ্যাপনা করতাম। কলকাতার র্যাডিক্যাল ডিমোক্রাট পার্টির অফিস থেকে ‘ইসলামের ঐতিহাসিক অবদান’ নামে এ গ্রন্থ প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সনে। কলকাতা ও ঢাকায় প্রথম সংস্করণ দ্রুত নিঃশেষিত হয়ে যায়। এটাই আমার প্রথম মুদ্রিত পুস্তক।
দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন ঢাকার নওরোজ কিতাবিস্তান (সেপ্টেম্বর, ১৯৫৭)। এ সংস্করণও গত কয়েক বছরে দুষ্প্রাপ্য হয়ে গিয়েছে। তার ফলেই তৃতীয় সংস্করণ প্রকাশের প্রয়োজন দেখা দেয়৷
মানবেন্দ্রনাথ রায় ছিলেন প্রথম জীবনে ভয়ঙ্কর বৃটিশবিরোধী-বিপ্লবী। কমিউনিস্ট পার্টির সদস্য ও পলিটব্যুরোর কর্মকর্তাদের একজন হিসেবে তিনি বহুদিন রাশিয়ায় বাস করেন। ছিলেন। ভরেতে ফিরে আসার পর তিনি র্যাডিক্যাল ডিমোক্রাট পার্টি প্রতিষ্ঠা করেন। এ পার্টি শেষে র্যাডিকাল হিউম্যানিস্ট নামে পরিচিত হয়। মানবেন্দ্রনাথ রায় ভবিষ্যৎদ্রষ্টা ও মানবতাবাদী ছিলেন।
তিনি লেনিন ও ট্রটস্কীদের সহকর্মী মানব-
সভ্যতায় ইসলামের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি তা উপলব্ধি করেছিলেন। কায়েদে আজম ভারত বিভাগের কথা তুললে রাজা গোপালাচারী প্রমুখ মুষ্টিমেয় যে কয়জন ভারতীয় নেতা পাকিস্তানের দাবী সমর্থন করেন তিনি ছিলেন তাদের একজন। পাকিস্তান প্রতিষ্ঠিত হ’লে ভারতীয় কংগ্রেসী নেতারা যে ভাবে কাশ্মীর গ্লাস করেন তিনি তারও…
ইসলামের ঐতিহাসিক অবদান
মানবেন্দ্র নাথ রায় প্রণীত
The Historical Role of Islam-4 পূর্ণাঙ্গ অনুবাদ
অনুবাদক : মুহম্মদ আবদুল হাই
অধ্যক্ষ, বাংলা ও সংস্কৃত বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়
ষ্টুডেন্ট ওয়েজ
বাংলাবাজার, ঢাকা
প্ৰকাশক : মোহাম্মদ ওহিদউল্লাহ্ষ্টু
ডেন্ট ওয়েজ,
বাংলা বাজার, ঢাকা
তৃতীয় সংস্করণ : ফেব্রুয়ারী, ১৯৬৯
মুল্য : চার টাকা
মুদ্রাকর : এ. কে. এম. সারওয়ার, এম. এস. সি. সারওয়ার প্রিটিং হাউস, ১৬/২ পাঁচভাই ঘাট লেন, ঢাকা
Asraful Alam –
Khub valo