ইতিহাসের নির্মোহ দৃষ্টিতে একুশে
ভাষা আন্দোলন তৎকালীন পূর্ব-পাকিস্তানে প্রথম গণতান্ত্রিক তৎপরতা। স্বৈরাচারী মুসমিল লীগ শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ভাষার অধিকার আদায় করতে গিয়ে এই আন্দোলন তখন বাঙালীর সংস্কৃতি চর্চায় মুক্ত পরিবেশ সৃষ্টি করেছে, আবার জাতিসত্তার রাজনৈতিক অধিকারের তাৎপর্যময় ইঙ্গিতও রেখেছে। আমরা বলে থাকি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে অসাম্প্রদায়িক বাঙালী জাতীয়তাবোধের বিকাশ সেই সূত্রেই একাধিক গণআন্দোলন পেরিয়ে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পরিনতি হিসাবে জাতিসত্তা ভাষা-ভিত্তিক স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা। তা সত্ত্বেও এ প্রশ্ন আজ অপরিহার্য হয়ে উঠেছে যে ভাষা আন্দোলন তথা একুশে চেতনার কতটা সদ্ব্যবহার আমরা করেছি এবং একুশের সবলতা, দুর্বলতা ও সীমাবদ্ধতাই বা কোথায়? ইতিহাসের নির্মোহ দৃষ্টিকোণ থেকে এ বিষয়ের বিবেচনা জাতীয় প্রয়োজনেই অপরিহার্য হয়ে উঠেছে।…
এই অস্থির সময়
আহমদ রফিক
প্রথম প্রকাশ : জানুয়ারী, বইমেলা ১৯৯৬
প্রকাশক : পীযূষ দে
মৈত্রী প্রকাশনী
১১৩ পার্ক স্ট্রীট। নবম তল। নর্থ ব্লক।
কলিকাতা – ৭০০ ০১৬.
ফোন : ২৯-৫০১৬/ 29 ০৪৯৯
দাম : চল্লিশ টাকা