প্রথম দৃশ্য
১৯৬৩ সাল।
চটপট মাল তোলো জাহাজে
গ্রীষ্মকাল সবে সবে শুরু।
হুয়াংপু নদীর ওপর সাংহাই বন্দরের ডকের কোনে। এক দুপুর। জাহাজের বাঁশির একটানা তীক্ষ্ণ আওয়াজ জেগে উঠছে। জংগী বাজনার তালে তালে পর্দা উঠলো । কাও চি-ইয়াঙের পরিচালনায় ডক-শ্রমিকরা একটি জাহাজে মাল তুলছে। ক্রেনের কাজ চলছে। ইতস্ততঃ ঠেলাগাড়ী যাতায়াত কোরছে। প্রচণ্ড কর্মব্যস্ততা। একটা বিরাট পোষ্টার ঝুলছে একটা ক্রেনের গায়ে ; সমাজতান্ত্রিক গঠন কাজের সাধারণ লাইন দীর্ঘজীবি হোক। কাষ্টমস অফিসের ঘড়ির ঢং ঢং আওয়াজ সময় জানিয়ে দিচ্ছে আওয়াজ ভেসে যাচ্ছে দূর থেকে দূরান্তরে]
[ ডক-শ্রমিকরা একের পর এক জাহাজ থেকে বেরিয়ে আসছে । কাও একটা বাশি বাজায়। নেপথ্যে চীৎকার শোন যায় : কমরেডগণ, এখন বিরতি। কাও চারিদিকে চায়, আবেগে উদ্বেল হোয়ে উঠে ]
কাও। অবশ্যই সাংহ’ ই হোচ্ছে এমন এক বন্দর, যার চোখে কখনো ঘুম নেই। হাজার হাজার জাহাজ অনবরত আসছে, যাচ্ছে; আমরা শ্রমিকরা লক্ষ লক্ষ শস্যের বস্তা তুলছি বা হাতে, আর ডান হাতে বইছি টন টন ইত্পাত। পাহাড় বা সাগর; কেউই পারছে না আমাদের বিপ্লবী উদ্যোগকে বাধা দিতে; দুনিয়ার দিক, দিগস্তে আমাদের আন্তরিক বন্ধুত্বের উপহার পাঠিয়ে দিচ্ছি আমরা।
[ নেপথ্যে তিং কে-চিয়েন ডাকে ;সেকশন চিফ কাও! ; প্রবেশ করে ]
একদিন সাংহাই বন্দরে
(পিকিং অপেরার বিপ্লবী নাটক)
রনজনা পারভীন
পরিবেশনায় : সিকদার বুক হাউস
১৪, সিয়ারী দাস রোড, ঢাকা-১
প্রকাশিকা : রনজনা পারভীন, জলেশ্বরীতলা, বগুড়া
প্রথম প্রকাশ : জুন, ১৯৭৪
মূল্য : দুই টাকা মাত্র
মুদ্রনে : মোঃ রইস উদ্দীন
রইস প্রিন্টিং প্রেস, ৬৩, হৃষিকেশ দাস রোড, ঢাকা-১
Reviews
There are no reviews yet.