১৯৮৭ সালের অক্টোবর-নভেম্বর মাসে এরশাদ সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাষিতে দেশে আন্দোলন গড়ে ওঠে। এক পর্যায়ে ওই আন্দো- লন ছিল বেশ জঙ্গী এবং বিভিন্ন পেশা-স্তরের মানুষের অংশ গ্রহণের দিক থেকেও ছিল তা ব্যাপক। গোড়ার দিকে আন্দোলনের বিস্তৃতিও ছিল প্রায় দেশজুড়ে।
কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনের লক্ষ্য পূরণ হয়নি। ‘এক দফা’ দাবি অর্জিত হয়নি। দেশে সর্বস্তরের জনগণের মধ্যে সরকার বিরোধী প্রচণ্ড ক্ষোভ থাকা সত্ত্বেও কেন এক দফা আন্দোলন সফল হলো না— এই প্রশ্ন দেখা দিয়েছে সবার মনে।
যে-কোনো আন্দোলনের সাফল্য-ব্যর্থতার সঠিক মূল্যায়ন হওয়া প্রয়োজন। অতীতের ভুলত্রুটি বিচার-বিশ্লেষণ করতে না পারলে ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ করা দুরূহ হয়ে পড়ে। এ জন্যই বিগত এক দফা আন্দো- লনের সঠিক পর্যালোচনা হওয়া দরকার।
দেশের জনপ্রিয় সাপ্তাহিক একতার সম্পাদক মতিউর রহমান এক দফা আন্দোলনের সবলতা-দুর্বলতার বিভিন্ন দিক আলোকপাত করে সাপ্তাহিক একতা এবং দৈনিক সংবাদে কয়েকটি প্রবন্ধ লেখেন। সেই লেখাগুলোই এখানে সংকলিত হলো । এক দফা আন্দোলন পর্যালোচনা করতে গেলে এর থেকে প্রাথমিক চিন্তার সূত্র পাওয়া যেতে পারে। সংকলিত প্রবন্ধগুলোর বক্তব্য অভ্রান্ত বা এর সাথে সবাইকে এক মত হতে হবে—তেমন উদ্দেশ্য থেকে নয়—বরং সবাইকে এই পর্যালোচনায় আগ্রহী ও উদ্বুদ্ধ করার তাগিদেই গ্রন্থটি প্রকাশিত হলো৷
‘এক দফা’, এরশাদ সরকার এবং বিকল্প ভাবনা
মতিউর রহমান
জ্ঞান প্রকাশনী, ঢাকা
প্রথম প্রকাশ : ভাদ্র, ১৩৯৫
সেপ্টেম্বর, ১৯৮৮
প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী
প্রকাশক : জ্ঞান প্রকাশনী
১৫, লারমিনি স্ট্রীট, ওয়ারি, ঢাকা
মুদ্রক : মোতাহার হোসেন
প্যাপিরাস প্রেস
১৫১, আরামবাগ, ঢাকা ১০০০
মূল্য : শোভন ৩০ টাকা
সুলভ : ২২ টাকা
Rasad Alam –
Good