দীর্ঘ, উত্তপ্ত ও আপোষহীন সংগ্রামের গতিপথে কিছুদূর এগোবার পরেই সাধারত বিতর্কের কেন্দ্রীয় ও মূল প্রশ্নগুলি বেরিয়ে আসতে থাকে। এই সব প্রশ্ন সম্পর্কে সিদ্ধান্তের উপরেই অভিযানের শেষ পরিণতি নির্ভর করে এবং এদের তুলনায় সংগ্রামের অপ্রধান ও ছোটোখাটো অন্যান্য সব ঘটনা ক্রমেই পেছনে চলে যেতে থাকে। আমাদের পার্টির মধ্যে যে সংগ্রাম চলছে তার বেলাতেও তাই-ই ঘটেছে। গত ছয় মাস যাবৎ এ সংগ্রামের প্রতি সমস্ত পার্টি-সদস্যের মনোযোগ কেন্দ্রীভূত হয়ে রয়েছে, এই সমগ্র সংগ্রামের যে রূপরেখা পাঠকদের জন্য এই বইয়ে উপস্থিত করা হল তার মধ্যে কিন্তু আমাকে এমন সব খুঁটিনাটির অবতারণা করতে হয়েছে যাতে আগ্রহের অবকাশ নিতান্ত কম, এমন নানা কোন্দলের উল্লেখ করতে হয়েছে যাতে প্রকৃত- পক্ষে কোনো আগ্রহ থাকারই কথা নয়। সেই কারণেই আমি গোড়া থেকে পাঠকদের দৃষ্টি শুধু দুটি প্রশ্নের দিকে আকর্ষণ করে রাখতে চাই। এ দুটি প্রশ্নের সত্যিকার কেন্দ্রীয় ও মূলগত তাৎপর্য রয়েছে, তা নিয়ে আগ্রহ রয়েছে বিপুল, এবং তাদের ঐতিহাসিক তাৎপর্য সন্দেহাতীত। আজকে আমাদের পার্টির সম্মুখে সবচেয়ে জরুরি রাজনৈতিক প্রশ্নই হল এই দুটি প্রশ্ন৷
প্রথম প্রশ্ন : দ্বিতীয় পার্টি কংগ্রেসে আমাদের পার্টির মধ্যে যে “সংখ্যাগুরু” ও “সংখ্যালঘু” অংশের উদ্ভব হল এবং যার ফলে রাশিয়ার সোশ্যাল ডেমোক্রাটদের মধ্যেকার পূর্বতন সমস্ত ভাগবিভাগ যবনিকার অন্তরালে চলে গেল, তার রাজনৈতিক তাৎপর্যটা কি ?
দ্বিতীয় প্রশ্ন : সাংগঠনিক সমস্যা সম্পর্কে নতুন ‘ইক্রা’ [১] যে দৃষ্টিভঙ্গি নিয়েছে তার যদি কোনো নীতিগত ভিত্তি সত্যই থেকে থাকে, তবে সে নীতির তাৎপর্য কি ?…
এক পা আগে দুই পা পিছে
ভি. আই. লেনিন
ন্যাশনাল বুক এজেন্সি লিমিটেড, কলিকাতা-১২
প্রথম প্রকাশ : এপ্রিল, ১৯৫৫
মূল্য : দু’ টাকা চার আনা
ভারতের কমিউনিষ্ট পার্টির পশ্চিমবঙ্গ কমিটির পক্ষে মুজফফর আহমদ কর্তৃক ৬৪এ, লোগর সার্কুলার রোড হইতে প্রকাশিত ও দি ইণ্ডিয়ান ফোটো এনগ্রেভিং কোং লিঃ ২৮. বেনিয়াটোলা লেন, কলিকাতা-৯ হইতে ঐদ্বিজেন্দ্রলাল বিশ্বাস কর্তৃক মুদ্রিত।
’বর্তমান পুস্তিকাটি ফরেন ল্যাঙ্গোয়েজেস পাবলিশিং হাউস, মস্কো থেকে ইংরেজিতে প্রকাশিত One Step Forward, Two Steps Back পুস্তিকার অনুবাদ।
মার্কস-এঙ্গেলস্-লেনিন পরিষদ সম্পাদিত ভি. আই. লেনিনের ‘কলেক্টেড ওয়ার্কস্’, ৭ম খণ্ড, চতুর্থ রুশ সংস্করণের পাঠ্যাংশ থেকে ইংরেজি পুস্তিকাটি গৃহীত৷’- প্রকাশক