একুশে ফেব্রুয়ারী। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগের মহিমায় ভাস্বর ঐতিহাসিক দিন। একুশের অমর শহীদানের পবিত্র স্মৃতির প্রতি অন্তরের শ্রদ্ধাঞ্জলী নিবেদনের সাথে সাথে এই দিনে আমাদের জনগণ গ্রহণ করেন নতুন শপথ।
মাতৃভাষার মর্যাদার জন্য জীবন দিয়ে যাঁরা জাতীয় মুক্তি সংগ্রামের সূচনা করেছিলেন, গণতান্ত্রিক ও জাতীয় অধিকার আদায়ের সংগ্রামে লড়ে যাঁরা প্রাণ দিয়েছেন, যে লাখো শহীদ আত্মাহুতি দিয়েছেন মাতৃভূমির স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে, তাঁদের সকলকে আজ আমরা স্মরণ করি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়।
পঁচিশ বছর আগে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জনগণের স্বাধীন জাতীয় বিকাশের যে চেতনা স্ফুরিত হয়েছিল, তারই ক্রম-উত্তরণের ধারায় অসংখ্য লড়াইয়ে অগণিত শহীদের আত্মদানের পরিণতিতে এক গৌরবময় সশস্ত্র মুক্তি সংগ্রামে বিজয়ী হয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। এ স্বাধীনতার বিরুদ্ধে সকল অশুভ চক্রান্ত প্রতিহত করে স্বাধীনতা-সার্বভৌমত্বকে সংহত করা, স্বাধীনতার সুফল রক্ষা এবং রাষ্ট্রীয়-সামাজিক- অর্থনৈতিক সকল কর্মকাণ্ডে জনগণের প্রত্যক্ষ কার্যকর অংশগ্রহণ-ভিত্তিক প্রকৃত গণতন্ত্র অর্জন ; শহীদের স্বপ্ন—শোষণমুক্ত সমাজের লক্ষ্যে, জনগণের সৃজনশীল কর্মোদ্যোগ সৃষ্টি ও সকল দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ নিরলস কর্মপ্রয়াসের মাধ্যমে আত্ম- নির্ভরশীলতার পথে দেশ গড়ে তোলার সংগ্রামে ব্রতী হওয়াই সাতাত্তুরের একুশের শপথ…
এ কু শে র সং ক ল ন
একুশে ফেব্রুয়ারী ১৯৭৭
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষে মতিউর রহমান কর্তৃক ১৫ লারমিনি স্ট্রিট, ওয়ারী, ঢাকা-৩ থেকে প্রকাশিত
মুদ্রণে: এ্যাবকো প্রেস
৬-৭ আওলাদ হোসেন লেন, ঢাকা-১
মূল্য : এক টাকা