এক
দস্তুরমত একটা বিস্ময় !
নজীর অবশ্য আছে বটে,—দৈত্যকুলে প্রহ্লাদ ; কিন্তু সেটা ভগবৎ-লীলার অঙ্গ। মূককে যিনি বাচালে পরিণত করেন, পঙ্গু যাঁহার ইচ্ছায় গিরি লঙ্ঘন করিতে পারে, সেই পরমানন্দ মাধবের ইচ্ছায় দৈত্যকুলে প্রহ্লাদের জন্ম সম্ভবপর হইয়াছিল ; কিন্তু কুখ্যাত অপরাধপ্রবণ ডোমবংশজাত সন্তানের অকস্মাৎ কবিরূপে আত্মপ্রকাশকে ভগবৎ-লীলা বলা যায় কি না, সে বিষয়ে কোন শাস্ত্রীয় নজীর নাই। বলিতে গেলে গা ছম ছম করে। সুতরাং এটাকে লোকে একটা বিস্ময় বলিয়াই মানিয়া লইল৷
গ্রামের ভদ্রজনেরা সত্যই বলিল—এ একটা বিস্ময় ! রীতিমত !
অশিক্ষিত হরিজনেরা বলিল—নেতাইচরণ তাক্ লাগিয়ে দিলে রে বাবা ! যে বংশে নিতাইচরণের জন্ম, সে বংশটি হিন্দু সমাজের প্রায় পতিততম স্তরের অন্তর্গত ডোমবংশ, তবে শহর অঞ্চলে ডোম বলিতে যে স্তরকে বুঝায়—ইহারা সে স্তরের নয়। এ ডোমেরা বাংলার বিখ্যাত লাঠিয়াল—প্রাচীন কাল হইতেই বাহুবলের জন্য ডোমের৷ বিখ্যাত। ইহাদের উপাধি — বীরবংশী। নবাবী পল্টনেও নাকি বীরবংশীরা বীরত্বে বিখ্যাত ছিল। কোম্পানীর আমলে নবাবী আশ্রয়চ্যুত হইয়া দুৰ্দ্ধৰ্ষ যুদ্ধব্যবসায়ীর দল পরিণত হয় ডাকাতে। পুলিশের ইতিহাস ডোমবংশের কীর্তিকলাপে পরিপূর্ণ। এই গ্রামের ডোম-পরিবারগুলির প্রত্যেকের রক্তে রক্তে এখনও সেই ধারা প্রবাহিত। পুলিশ কঠিন বাঁধ দিয়াছে সে প্রবাহের মুখে—লোহা দিয়া বাঁধিয়াছে— হাতকড়ি, লোহার গরাদে দেওয়া ফটক, ডাণ্ডাবেড়ীর লোহা প্রত্যক্ষ ; এ ছাড়া ফৌজদারী দণ্ডবিধির আইনও লোহার আইন৷ কিন্তু তবু বাছিয়া বাছিয়া ছিদ্রপথে অথবা” অন্তরদেশে ফল্গুধারার মত নিঃশব্দে অধীর গতিতে আজও সে ধারা বহিয়া চলিয়াছে। নিতাইয়ের মামা গৌর…
কবি
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
মিত্র ও ঘোষ
১০ শ্যামাচরণ দে ষ্ট্রীট, কলিকাতা-১২
ষষ্ঠ মুদ্রণ, আষাঢ় ১৩৬৪
দাম : চার টাকা
মিত্র ও ঘোষ, ১০, শ্যামাচরণ দে ঘট, কলিকাতা-১২ হইতে শ্রীগজেন্দ্রকুমার মিত্র কর্তৃক প্রকাশিত ও শ্রীগৌরাঙ্গ প্রিন্টিং ওয়ার্কস, ১৩ কলেজ রো, কলিকাতা হইতে শ্রীপ্রদোষ আমার পাল কর্তৃক মুদ্রিত।