সোভিয়েত ইউনিয়নের একজন প্রখ্যাত সাংবাদিক ও প্রাচ্য তত্ত্ব বিষয়ক গবেষক ভি, পুচকভ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী ইতিহাসের একটি সংক্ষিপ্ত বিবরণী প্রণয়ন করেছেন । নিবন্ধটি ‘৭৮ সালে একটি সোভিয়েত সাময়িকীতে প্রথম প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একটি পুর্ণাঙ্গ ইতিহাস এটি নয় । যে রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে, নানা প্রতিকুলতা ও বাধা বীরত্বপূর্ণ সংগ্রামের মাধ্যমে অতিক্রম করে বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলন অগ্রসর হচ্ছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ নিবন্ধে প্রণীত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৩২তম বর্ষপূর্তি দিবসে আমরা পাঠকদের হাতে গ্রন্থাকারে নিবন্ধটি তুলে দিতে পেরে আনন্দিত ।
আমরা বলছি, আমাদের পথ নির্দেশক তাত্ত্বিক ভিত্তি হচ্ছে মার্কসবাদ- লেনিনবাদ-মাও সেতুঙ চিন্তাধারা, একই সাথে আমরা বলছি কমরেড চারু মজুমদারের শিক্ষাকে অস্বীকার করার অর্থ হলে। এই তাত্ত্বিক ভিত্তিকে অস্বীকার করা। কেন বলছি আমরা একথা, আমরা বলছি একথা এটা আমাদের বহু রক্তের বিনিময়ে অর্জিত অভিজ্ঞতা যে কমরেড চারু মজুমদারের শিক্ষাকে না মানলে পূর্ব বাংলার নির্দিষ্ট অবস্থায় মাও-চিন্তাধারাকে প্রয়োগ করা যায় না। কমরেড চারু মজুমদারের শিক্ষাটাই বা কি? ভারতবর্ষের ক্ষেত্রে মাও চিন্তাধারার একমাত্র সফল প্রয়োগবিদ কমরেড চারু মজুমদার আমাদের শিখিয়েছেন যে মাও-সেতুও চিন্তাধারার সফল প্রয়োগ ছাড়া আজকের যুগে বিপ্লব সফল হতে পারে না। তিনি আমাদের শিখিয়েছেন, বিমূর্ত মার্কসবাদ চর্চার আড্ডাখানাকে ভেঙ্গে দিয়ে কিভাবে কথায় বিপ্লবীদের নয় কাজে বিপ্লবীদের ঐক্যবদ্ধ করতে হয়— তিনি আমাদের শিখিয়েছেন যে সংশোধনবাদের বিরুদ্ধে সংগ্রাম করা ছাড়া বিপ্লবী সংগ্রামকে এক পাও এগিয়ে নিয়ে যাওয়া যায় না, আর মাও সেতুঙ চিন্তাধারাকে আয়ত্ব করা ছাড়া সংশোধনবাদের বিরুদ্ধে সংগ্রাম করা যায় না— কারণ মাও সেতুঙ চিন্তাধারা হলো সংশোধনবাদের বিরুদ্ধে সংগ্রান করার একমাত্র তত্ত্বগত হাতিয়ার। আধা-ঔপনিবেশিক আধা-সামন্ততান্ত্রিক দেশে পার্টি ও সশস্ত্র সংগ্রামের বিকল্প হিসাবে গণ-সংগঠন ও গণ-আন্দোলন গড়ে তোলার বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করে তিনি আমাদের শিখিয়েছেন পার্টির নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের পরিপূরক হিসাবে কিভাবে গণ-সংগঠন ও গণ-আন্দোলন গড়ে তুলতে হয়।
আধা-ঔপনিবেশিক আধা-সামন্ততান্ত্রিক দেশে পার্টি গঠনের সমস্ত মূলতঃ বাহিনী গঠনের সমস্ত।ভারতবর্ষের নির্দিষ্ট অবস্থায় কমরেড মজুমদার বাহিনী গঠনের সমস্যার সমাধান করেছেন। প্রণয়ন করেছেন শ্রেণীশত্রু খতমের মহান লাইন। এই লাইনের মহান অবদান একান্তভাবে তার নিজস্ব।
Reviews
There are no reviews yet.