প্রকাশকের নিবেদন
‘লালু সালু’ উপন্যাসের প্রখ্যাত লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ্ বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। ছোট গল্প, উপন্যাস ও নাটকে এই সমাজ-সচেতন ও সংবেদনশীল শিল্পী গভীর জীবনবোধ, আত্ম- অনুসন্ধান স্পৃহা ও সংস্কারকামী মনের প্রতিফলন ঘটিয়েছেন। ব্যক্তি- জীবন ও সমাজ-সমস্যার পটে তিনি ধর্মীয় ও সামাজিক কুসংস্কার, মূল্যবোধের বিপর্যয় এবং মানসিক স্খলন-পতনের আলেখ্য ফুটিয়ে তুলেছেন তাঁর সুগভীর অন্তর্দৃষ্টি ও অভিব্যঞ্জনায়৷
প্রথাগত রীতিতে ছোট গল্প, উপন্যাস ও নাটকের কাহিনী এবং কাঠামো গড়ে তোলেন না বলে সৈয়দ ওয়ালীউল্লাহ্র রচনা আপাত দৃষ্টিতে কিছুটা অসরল এবং দুয়ে মনে হওয়াই স্বাভাবিক। সমাজের বহিরঙ্গের বদলে অন্ত্যস্থ আবেগ, আলোড়ন-বিলোড়ন, পরিবর্তনধারা, জীবনচেতনা এবং সে-সবের প্রতিভূ ব্যক্তিমানসের জটিল অন্ধি-সন্ধির গ্রন্থি-উন্মোচনই চেতনাপ্রবাহ রীতির অনুসারী এই কথাশিল্পীর বৈশিষ্ট্য।
সৈয়দ ওয়ালীউল্লাহ্ তাঁর রচনায় আঙ্গিক-প্রকরণ এবং চেতনাগত দিক থেকে পাশ্চাত্যের প্রভাবাধীন মনে হলেও, রচনার উপজীব্য আহরণ ও চরিত্র-চিত্রায়নের ব্যাপারে একান্তরূপেই স্বদেশীয়। তাঁর প্রথম উপন্যাস ‘লালু সালুতে’ যেমন, তেমনি ‘চাঁদের অমাবস্যা’ এবং ‘কাঁদো নদী কাঁদো’তেও বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ এবং নিজস্ব সমাজ- সীমার পরিচয় বিধৃত; এসব উপন্যাসে এ-দেশের চিরচেনা চরিত্রগুলোই সমাজ-পটভূমিকায় জীবন্ত।
কাঁদো নদী কাঁদো
সৈয়দ ওয়ালীউাহ
নওরোজ কিতাবিস্তান, বাংলা বাজার, নিউ মার্কেট,
ঢাকা
প্রকাশনায় : আবদুল কাদির খান
৪৬, বাংলা বাজার, ঢাকা-১
দ্বিতীয় সংস্করণ
সেপ্টেম্বর, ১৯৭২
মুদ্রণে : মোঃ নুরুল ইসলাম
কালচারাল প্রেস
৬৮, বেচারাম দেউড়ী, ঢাকা-১
মূল্য : দশ টাকা মাত্ৰ
