১৩৩৩ সালের সবুজ পত্রে কাব্য জিজ্ঞাসা নামে আমার যে-কয়েকটি প্রবন্ধ প্রকাশ হয়েছিল, এ বইখানি, উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না ক’রে, সেই প্রবন্ধগুলির একত্র সংগ্রহ মাত্ৰ৷
এই গ্রন্থের প্রবন্ধগুলিতে সংস্কৃত আলংকারিকদের মতামত-অবলম্বনে কাব্য সন্বন্ধে কয়েকটি মূল প্রসঙ্গের আলোচনার চেষ্টা করেছি। বিষয়গুলি সম্পর্কে আলংকারিকদের মতবাদের সমষ্টি নয়।
বইখানি আলোচ্য কারণ, প্রায় প্রতি বিষয়ে নানা আলংকারিকের নানা মত; কিন্তু এ গ্রন্থে কেবল সেই-সব মত ও কথা উদ্ধৃত ও আলোচনা করেছি, যা আমার নিজের মনে লেগেছে। বিরুদ্ধ মতের যেখানে উল্লেখ করেছি, সে কেবল গ্রাহ্য মতকে পরিস্ফুট করার জন্য। বলা হয়তো বাহুল্য যে, কাব্য সম্বন্ধে আলংকারিকদের যত-সব আলোচ্য বিষয় ছিল, তার সকলগুলি আমার গ্রন্থের আলোচ্য বিষয় নয়।
আমাদের এ যুগের লোকের মনে কাব্য সম্বন্ধে যে-সব প্রধান জিজ্ঞাসা –এ গ্রন্থে কেবল তারই আলোচনা করেছি।…
-অতুলচন্দ্র গুপ্ত
কাব্য জিজ্ঞাসা
অতুলচন্দ্র গুপ্ত
প্রকাশকাল : জুন ১৯৬৯
প্রকাশনা : কালিগঙ্গা পাবলিশার্স
মুন্ত্রণ : কথাকলি মন্ত্রণী
৩৪, মনীর হোসেন লেন, ঢাকা-১
দাম : সাড়ে চার টাকা