দুটি কথা
আমাদের বাংলাদেশের চট্টগ্রামবাসী অভিজ্ঞ প্রগতিবাদী সাংবাদিক কাজী জাফরুল ইসলাম ১৯৭৩ সালে সমাজতান্ত্রিক জার্মেন গণতান্ত্রিক রিপাবলিকে গিয়েছিলেন চিকিৎসার জন্যে। গলা আর পেটের দুরারোগ্য রোগে ভুগছিলেন তিনি। পেয়েছিলেন জার্মেন গণতান্ত্রিক রিপাবলিকের সাদর আমন্ত্রণ। জার্মেন গণতান্ত্রিক রিপাবলিক আমাদের কাছে সংক্ষিপ্তভাবে জিডিআর নামে পরিচিত। একে আমরা সমাজতান্ত্রিক পূর্ব জার্মেনী বলেও জানি। এই পূর্ব জার্মেনী বা জিডিআর আমাদের কাছে ‘৭১ সালের মুক্তিযুদ্ধের সময় একটি অতিপ্রিয় নাম হয়ে উঠে। জিডিআর ছিল সেদিন আমাদের মুক্তিযুদ্ধের আঙ্গুলেগোনা প্রত্যক্ষ সহায়কদের অন্যতম । স্বাধীনতার পরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে সার্বিক সাহায্য দেবার সঙ্গে সঙ্গে পঙ্গু মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য যারা প্রথম • নিজ দেশে নিয়ে যায় তাদের মধ্যেও জিডিআর ছিল অগ্রণী। এইসত্রে এই সমাজতান্ত্রিক বন্ধু দেশের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে আমাদের বাংলাদেশের যে সম্পর্ক স্থাপিত হয়, তারই আওতায় জিডিআরে লেখকের চিকিৎসার ব্যবস্থা হয়েছিল। তাঁর গলায় ও পেটে অস্ত্রোপচার সফল হয়েছিল এবং তিনি তাঁর স্বাভাবিক কণ্ঠস্বর ও স্বাস্থ্য ফিরে পেয়ে স্বদেশে ফিরে এসে সাংবাদিক হিসেবে নতুন উদ্যম নিয়ে কাজে লেগে যান !
কাজী জাফরুল ইসলাম যে কিছুকাল জিডিআরে ছিলেন, সেটাকে শুধু রোগ সারানোর কাজেই নিয়োগ করেননি। তিনি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক জার্মেনীর ক্ত মেহনতী জনগণের জীবনের বিভিন্ন দিক এবং সেই দেশের সামগ্রিক সমাজতান্ত্রিক জয়যাত্রাকে বুঝবার চেষ্টা করেছিলেন। জিডি আর তাঁকে গভীরভাবে আকৃষ্ট করেছিল এই জন্যে যে, জার্মেনী বৈজ্ঞানিক সাম্যবাদের পথিকৃত কাৰ্ল মার্কস ও তাঁর বন্ধু ফ্রেডরিক এঙ্গেলসের জন্মভূমি। এই জার্মেনীতে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বিপ্লব ঘটাবার এবং এই বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লবে রূপান্তরিত করে সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য গত শতাব্দীতে সংগ্রাম করেছিলেন মার্কস এবং এঙ্গেলস। মার্কস ও এঙ্গেলস ১৮৪৮ সালে বিশ্বের শ্রমিকশ্রেণীর তরফ থেকে যে সাম্যবাদী ইশতেহার রচনা করেছিলেন, সেটি প্রথম রচিত হয়েছিল জার্মেন ভাষায়। জার্মেনীর শ্রমিকশ্রেণী ছিল সে সময়ে বিশ্বের সবচেয়ে সংগঠিত ও সচেতন শ্রমিকদের পুরোভাগে৷ তখন স্বাভাবিকভাবেই বলা কওয়া হতো যে, শিল্পসমৃদ্ধ জার্মেনীতেই সর্বপ্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সমাজতন্ত্র অনিবার্য এবং অবধারিত কার্ল মার্কস ও এঙ্গেলসের দেশে। বিশ্ববিপ্লবের ইতিহাসের আঁকাবাঁকা পথে এই ঘটনা বিলম্বিত হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব- সানে এমনভাবে আত্মপ্রকাশ করেছে যে, মার্কস-এঙ্গেলস-এর জন্মভূমির পূর্বাংশে…
– রণেশ দাশগুপ্ত
কার্ল মার্কসের দেশে
কাজী জাফরুল ইসলাম
প্রকাশ করেছেন : চিত্তরঞ্জন সাহা
মুক্তধারা
[স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ]
৭৪ ফরাশগঞ্জ, ঢাকা-১
বাংলাদেশ
প্রচ্ছদ এঁকেছেন : বীরেন সান্যাল
ছেপেছেন : প্রভাংশুরঞ্জন সাহা
ঢাকা প্রেস, ৭৪ ফরাশগঞ্জ, ঢাকা-১
মূল্য : তের টাকা
প্রথম প্রকাশ : জুলাই ১৯৭৫
KARL MARKSER DESHE
By Kazi Zafarul Islam MUKTADHARA